Thursday 26 September 2019

চট্টগ্রামে অাওয়ামীলীগের দ্বন্ধ প্রকাশ্যে, কেউ কাউকে ছাড় দিতে রাজি নন

জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর ক্যাসিনো ব্যবসা নিয়ে অভিযোগ কে কেন্দ্র করে চলছে নানা অালোচনা সমালোচনা।

এর ফাঁকে চট্টগ্রাম অাবাহানী ক্লাবের সাধারণ সম্পাদকের চাঞ্চল্যকর তথ্যে গরম হয়ে উঠেছে পরিবেশও। তার সাক্ষাৎকারে তিনি সামশুল হকের ক্লাবের অাড়ালে ক্যাসিনো চালানোর বিষয়টি স্বীকার করেন। অন্যদিকে অভিযুক্ত সামশুল হকের কাছে জানতে চাইলে তিনি বিষয়টিকে সাধারণ ভেবেছেন,তিনি বলেছেন ক্লাবে তাস খেলা ছাড়া তেমন নিষিদ্ধ কোন খেলা হয় না। অন্যদিকে দিদারুল ইসলাম দাবী করেন প্রতিদিন ক্লাব থেকে ৫ লাখ টাকা অায় হয় হুইপের,এবং এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়া সদ্য বরখাস্ত পুলিশ কর্মকর্তার দেওয়া তথ্যকে তিনি সত্য বলে উল্লেখ করেন। এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে হুইপ কে সাবেক যুবদল ও জাতীয়পার্টির লোক বলেও দাবী করেন দিদারুল। হুইপ সামশুল হকের এই অনৈতিক কর্মকান্ডের বিরোধিতা করায় হুইপের ছেলের অকথ্য ভাষার গালমন্দ শুনতে হয় দিদারুল কে। অন্যদিকে ফেইসবুক লাইভে এসে এই দায় স্বীকার করেন হুইপ পুত্র,তবে তার দাবী তার বাবার বিরুদ্ধে বলায় সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নি। এই নিয়ে চট্টগ্রাম অাওয়ামীলীগ ও সাধারণ মানুষের মধ্যে  চলছে নানান অালোচনা সমালোচনা।

0 comments:

Post a Comment