জাতীয় কবিকে জেনে নিন

আজ ১১ জ্যৈষ্ঠ, শনিবার। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন।

মসজিদের হুজুরদের সরকারি বেতন দিতে হবে - ডাঃদীপু মনি

মসজিদের হুজুরদের যা বেতন তাতে রাতে যে মুসল্লিদের ঘরে চুরি করতে যায় না এটাই তো অস্টাশ্চার্য বিষয়

৫২ পণ্যে নিষেধাজ্ঞা

বাজার থেকে ৫২ পদের জিনিস ক্রয় করতে নিষেধাজ্ঞা এসেছে আদালত থেকে। কেউ আমার থেকে লিখিত নিয়ে যান, লিখে দিচ্ছি।

মা-বাবার করণীয়

সন্তানের প্রতি অাপনার (মা-বাবার) করণীয়ঃ ১. সন্তান গর্ভে থাকা অবস্থা মায়ের উচিত অাল্লাহকে ভয় করা,সুসন্তান কামনা করা,নিজে অাল্লাহর হুকুম পালন করা।বেশী বেশী নামাজ ও কুরঅান পড়া ভলো।

অাপনার পছন্দের বাসটি বেঁচে নিন!

১. গ্রীন লাইন ২. দেশ ট্রাভেল্স ৩. হানিফ ৪. ইনা ৫. স্টার লাইন

Sunday 28 October 2018

চিটাগাং ভাইকিংস এর প্লেয়ার তালিকা

দেশী প্লেয়ার:-
মুশফিকুর রাহিম
সাঞ্জামুল ইসলাম
অাশরাফুল
মোসাদ্দেক হোসেন
অাবু জাহেদ রাহি
রবিউল হক
নাঈম হাসান

বিদেশী প্লেয়ার:-
সিকান্দার রাজা
রবার্ট ফ্রানিক
অাহমেদ শেহজাদ
লুকি রঞ্চি
নাজিবুল্লাহ জর্ডান

Thursday 25 October 2018

পেকুয়ার সন্তান নজরুল ইসলাম এখন উপসচিব

পেকুয়ার সন্তান নজরুল ইসলাম এখন উপসচিব
তাহমিদ অারমান:

মুহাম্মদ নজরুল ইসলাম (এ,ডি,সি রাঙ্গামাটি পার্বত্য জেলা)
উপসচিব পদে উন্নিত হয়েছেন।

তার বাড়ি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের চ্যাপ্টামুরা এলাকায়। সে শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে এস এস সি পাশ করেন।

উল্লেখ্য যে, এর আগে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন সরকারী পদে কর্মরত ছিলেন।

Wednesday 10 October 2018

অান্তর্জাতিক কুরঅান তিলাওয়াত প্রতিযোগীতায় ১ম স্থান বাংলাদেশের

অান্তর্জাতিক কুরঅান তিলাওয়াত  প্রতিযোগীতায় ১ম স্থান বাংলাদেশের
তাহমিদ অারমান:

সৌদি আরবের মসজিদে নববীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ফেনাইকুনা গ্রামের কূতি ছাত্র হাফিজ হোসাইন আহমদ। গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ সহ বিভিন্ন মহলের অভিনন্দন, বর্ন্যাট্য সংবর্ধনা দেবে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ এর ধর্ম বিষয়ক দপ্তর।

Saturday 6 October 2018

ধ্বংসকারী মাদক

ফয়সাল তানভীর
প্রচার সম্পাদক
           মাদক মুক্ত সমাজ
***
ধ্বংসকারী মাদক
-----------******------------------
একটি সমাজ ধ্বংস করে
মাদক খাওয়ার দল
সমাজ ধ্বংসে কী লাভ পাস
একটু বুঝায় বল।
তোদের দেখে তরুণ-কিশোর
শিক্ষা কোনটা নিবে?
আগামীর ঐ ভবিষ্যৎটার
তারা কোন শিক্ষাটা দিবে?
তোমার দলের সব তরুণরা
অন্ধকারে ডুবে
মাদক খেয়ে সুখ খুজিলে
সুখটা কেমনে পাবে?
মাদক ছেড়ে জীবনটা গড়
ভবিষ্যৎ দারুণ হবে
তোমায় নিয়ে বাবা-মা'র স্বপ্ন
আলোয় ভরে রবে।

Wednesday 3 October 2018

বিশ্বমানের হাসপাতাল তৈরি করেছে তুরস্ক,উদ্বোধন হচ্ছে শীঘ্রি

আগামী মাসে নিজের তৈরি করা বিশ্বের বৃহত্তম হাসপাতাল সকলের জন্য উন্মুক্ত করবেন তুর্কি প্রেসিডেন্ট সুলতান এরদোগান।

তুরষ্কে নির্মিত হলো বিশ্বের সর্ববৃহৎ ৪১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল, এতে রয়েছে ৩,০০০ এম্বুল্যান্স সার্বিস, ১৩ টি হেলিকপ্টার, ২০০০ অভিজ্ঞ ডাক্তার, ৪,০০০ নার্স এবং উন্নত মানের  তথ্য প্রযুক্তির দিক দিয়ে ও এটি বিশ্বের সেরা হাসপাতাল গুলোর একটি।

Tuesday 2 October 2018

লংগদুর সন্তান,ড. অালী হুসাইন

রাঙ্গাঁমাটি পার্বত্য জেলার অন্তর্গত লংগদু উপজেলার কৃতি-সন্তান,বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক,আন্তার্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগামের  কুর'আনিক সায়েন্স & ইসলামিক স্টাডিজ বিভাগের নব নিযুক্ত বিভাগীয় চেয়ারম্যান ড. আলী হুসাইন স্যারকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরন করে নেন অত্র বিভাগের সম্মাণিত শিক্ষক মহোদয়গণ।

আজ দুপুর কেন্দ্রীয় লাইব্রেরীর সেমিনার রুমে বিভাগের সহযোগী অধ্যাপক ড. মঈনউদ্দীন আল-আজহারী স্যারের সঞ্চালনায় ও বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. রশিদ জাহিদ স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিয়াহ অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ স্যার।

আরো উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষক বৃন্দ  এবং ক্লাবের সাবেক বর্তমান প্রতিনিধিবৃন্দ।

Sunday 30 September 2018

ইউরোপের মাটিতে বাংলাদেশের বিশ্বজয়

ইউরোপের মাটিতে বাংলাদেশের বিশ্বজয়
তাহমিদ অারমান:

ক্রোয়েশিয়া অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৪৩টি দেশকে পিছনে ফেলে
৩য় স্থান অধিকার করেছে
বাংলাদেশের শিশু হাফেজ কুমিল্লার বরুরার সন্তান শিহাবুল্লাহ,
সে ক্বারী নাজমুল হাসান পরিচালিত
তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার ছাত্র।

Saturday 29 September 2018

ধুমপান ছাড়ুন,সুস্থ থাকুন

সিগারেট এ যুগের ফ্যাশন বলা যায়। সিগারেট খেলে স্মার্ট হয় আর না খেলে আন-স্মার্ট, এমনটাই ভাবে আজকাল অনেকে।

 বর্তমানে ছেলে-মেয়ে নির্বিশেষে সবাই সিগারেট খাচ্ছে। আমরা যা ভেবেই সিগারেট খাই না কেন, এটা কিন্তু জানি যে সিগারেট মানুষের দেহের ক্ষতি করে। কিন্তু যা জানি না তা হলো ঠিক কীভাবে ক্ষতিটা করে। সিগারেট কাউকে একদিনে ধ্বংস করে দেয় না। বয়স হবার সাথে সাথে ধীরে ধীরে এর কুফল দেখা দিতে থাকে। গবেষণায় দেখা গেছে প্রতিবছর প্রায় প্রায় ৫.৫ ট্রিলিয়ন সিগারেট তৈরি করা হয় আর প্রায় ১.১ বিলিয়ন মানুষ সিগারেট খায়। এর মধ্যে প্রতি ১০০ জনে এশিয়ায় প্রায় শতকরা ৪৪ ভাগ পুরুষ ও ৪ ভাগ মহিলা সিগারেট খান। ইউরোপে নারীদের সিগারেট খাওয়ার হার বেশি প্রায় শতকরা ৪৬ভাগ পুরুষ ও ২৬ ভাগ মহিলা। আমেরিকায় এটি প্রায় ৩৫ ও ২২ ভাগ। কিন্তু পশ্চিম মহাসাগরীয় অঞ্চলে সিগারেট মহামারির মত। প্রায় ৬০ ভাগ পুরুষ ও ৮ ভাগ নারী সিগারেটে আসক্ত।
মানবদেহে সিগারেটের ধ্বংসাত্মক পরিণতি-
১. সিগারেটের কারণে ফুসফুসে ক্যান্সার হয়। ২. হার্ট এটাক ও স্ট্রোক ঘটায়। ৩. ধমনীতে (করনারি আর্টারি) ব্লকেজ তৈরি করে। তখন এনজিওপ্লাস্টি করে আর্টারিতে রিং পরাতে হয়, এই রিং ১০ বছরের মতন থাকে। এরপর অবস্থার উন্নতি না হলে বাইপাস সার্জারি (ওপেন হার্ট) করানো ছাড়া কোনো উপায় থাকে না। ৪.
দিনে ২০ টা সিগারেট খাওয়া স্মোকার প্রতি বছর প্রায় ১ কাপ পরিমান টার(আলকাতরা) ধোঁয়ার সাথে ভেতরে নেয়। এই টার ফুসফুসে ঝুল সৃষ্টি করে আবৃত করে রাখে। ৫. কার্বন মনোক্সাইড আমাদের পেশি, টিস্যু ও ব্রেনের অক্সিজেনকে নিঃশেষ করে দেয়। ফলে হার্টকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় এসব টিস্যুকে অক্সিজেনেটেড রাখতে। ফলে একসময় দেহের বায়ু প্রবেশপথ ফুলে ওঠে ও শেষে দেখা যায় ফুসফুসে কম বাতাস প্রবেশ করে।
৬. সিগারেট ফুসফুসে ‘এমফাইসেমা’ সৃষ্টি করে। ‘এমফাইসেমা’ হলে ধীরে ধীরে ফুসফুস পঁচে যায়। ‘এমফাইসেমা’ রোগীর যখন তখন ব্রংকাইটিস হয়ে থাকে। যেকোনো সময় হার্ট কিংবা ফুসফুসের স্পন্দন বন্ধ করে দিতে পারে। ৭. গর্ভাবস্থায় স্মোকিং করলে ঘনঘন গর্ভপাত, জন্মের আগেই বাচ্চার মৃত্যু হতে পারে, আর বাচ্চার যদি জন্ম হয়ও দেখা যায় সেই বাচ্চা কম ওজন নিয়ে বা অপরিণত অবস্থায় জন্মগ্রহন করে। ৮. এছাড়া সিগারেট মুখে বাজে গন্ধ সৃষ্টি করে। দাঁতের ও মাড়ির ক্ষয় ঘটায়।
৯. সিগারেটের কারণে স্কিনে অক্সিজেন কম আসে, ফলে অল্প বয়সে বৃদ্ধদের মত রুক্ষ্ম ত্বকের সৃষ্টি হয়। এমনকি কম অক্সিজেনের কারণে অঙ্গে পঁচন দেখা দিলে শেষ পর্যন্ত তা কেটে ফেলা ছাড়া উপায় থাকে না। ১০. হাড়ের ক্ষয় ঘটায়। মেয়েদের ক্ষেত্রে এটি আরো মারাত্মক। কেননা মেয়েরা এমনিতেই অস্টিওপরেসিসে ভোগে বেশি, তার উপর ধুমপায়ী মেয়েরা ১০-১৫% বেশি এ রোগে আক্রান্ত হবার ঝুঁকিতে পড়ে। ১১. পাকস্থলীর ক্যান্সার বা আলসার, কিডনি, অগ্ন্যাশয়, ব্লাডারের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। সুতরাং দেখা যায়, স্মোকিং হল নিজেই নিজেকে ধীরে ধীরে অপমৃত্যুর দিকে এগিয়ে নেবার অপর নাম। তাই সচেতন হয়ে এখনি আমাদের সিগারেট ছেড়ে দিতে উদ্যোগী হতে হবে। আবার ঝোঁকের বশে হাজারবার হঠাৎ করে নয়, ধীরে ধীরে নিজের কল্যাণেই সিগারেট ছেড়ে বিশুদ্ধ খাবারের দিকে আমাদের দৃষ্টি ফিরিয়ে আনতে পারলেই সুস্থ জাতি হিসেবে আমাদের আগামীর যাত্রায় নেতৃত্ব দেয়ার যোগ্যতা হবে।
প্রচারে : মাদকমুক্ত সমাজ,বাংলাদেশ

বাবা হলেন তাসকিন

বাবা হলেন তাসকিন
তাহমিদ অারমান:

অাজ ছেলে সন্তানের বাবা হলেন তাসকিন।ঢাকার একটি মেডিকেলে তার স্ত্রী ও ছেলে ভর্তি অাছেন বলে জানা যায়।এছাড়া তারা দুইজনই সুস্থ অাছেন বলেও জানা গেছে।তাসকিন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইচবুক পেজে এই খবরটি জানান দেন।গত বছর সেপ্টেম্বরের শেষের দিকে বিয়ে করে বাংলাদেশ দলের পেসার তাসকিন অাহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমা।

অাহত কর্মীদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে

অাহত কর্মীদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে,

অাহত স্কুল পড়ুয়া ও সাংবাদিকরা কি মরবে?
এদেশে যারা অাহত করতে যায় তারা চিকিৎসা পায়,অার যারা অাহত হয় তারা চিকিৎসার অভাবে মরে।কেন যে এইদেশে অামার জন্ম?
ছোটবেলায় বইয়ের পাতায় পাতায় যা পড়েছি তা কি সব মিথ্যা কিংবা মরিচিকা।তার কিছুইতো দেখছি না।এদেশে কেউ লুটে খায়,অার কেউ ফুটে যায়।টাকা,কয়লা,সোনা,পাথর বাতাসে উড়ায়।না,বুজতে হবে অাপনাকে এটা উন্নয়নশীল দেশ।যে দেশের নেতারা নিজের দেশকে খেতে না পাওয়া ইন্ডিয়া,নেপাল,মায়ানমারের মত চিন্তা করে।জাপান,জার্মান ও অামেরিকার মত উন্নত হওয়ার চিন্তা বাদ রাখে।অামরা এমন একটা জাতি যারা সবসময় নিচু হতে চায়,উচুঁ হতে চায় না।সবসময় অধীন থাকতে চায় স্বাধীন হতে চায় না।অামাদেরকে একসময় ব্রিটিশরা শাসন করেছে,এরপর পাকিস্তান,এখন ইন্ডিয়া অামরা অার স্বাধীনতা পেলাম কোথায়?অার এইভাবে অধীনই কি থেকে যাব সারা জীবন।এই চিন্তা বাদ দাও।স্বাধীন হওয়ার চিন্তা কর হে বাঙালী জাতি।গর্জে উঠো অাবার।
এবারের সংগ্রাম,
স্বাধীনতার সংগ্রাম।
এবারের সংগ্রাম,
পরাধীনতার শৃঙ্খল থেকে বের হওয়ার সংগ্রাম।

Friday 28 September 2018

পেকুয়ায় জামায়াত আমির গ্রেফতার

পেকুয়ায় জামায়াত আমির গ্রেফতার

কক্সবাজারের পেকুয়া উপজেলা জামায়াতের সাবেক আমির ডাঃ আলী আকবরকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আলী আকবর সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার মৃত,গোলাম শরীফের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।

 (২৭ সেপ্টম্বর) বৃহষ্পতিবার গভীর রাতে টইটং ইউনিয়নের দুর্গম মধুখালী এলাকা থেকে পেকুয়া থানার এসআই সুমন সরকার তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে এসআই সুমন সরকার জানায় টইটং দুর্গম মধুখালী এলাকায় জামাত নেতা আলী আকবর আত্নগোপন রয়েছে এমন সংবাদ ছিল আমার কাছে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে প্রতারনাসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।

Friday 21 September 2018

কওমী সনদের স্বীকৃতি আওয়ামীলীগের অবদান তবে!

কওমী সনদের স্বীকৃতি
আওয়ামীলীগের অবদান তবে!

আমার জন্ম স্বাধীন বাংলাদেশে ৷ বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক পরিবেশ কিছুটা অনুভব করতে শিখেছি উনিশশ আশির দশক থেকে ৷ সেটা আমার শৈশবের সময় ৷ কোনো আলেম আওয়ামীলীগের প্রতি সমর্থন পোষণ করতে পারে, আমাদের দেখা তখনকার ঐ সময়ে এটা চিন্তারও অতীত ছিল ৷ এর পর দশক দশক করে প্রায় অর্ধ শতক সময় গড়িয়ে গেছে ৷ মানুষের চিন্তায়ও এসেছে অনেক পরিবর্তন ৷ আওয়ামীলীগকেও আলেমসমাজ থেকে বিচ্ছিন্নতার জন্য গুণতে হয়েছে অনেক মাশুল ৷ এক সময় আওয়ামীলীগ পরিবর্তন এনেছে তার চিন্তা-ধারায় ৷ ফলে দৃষ্টিভঙ্গিও বদলেছে অনেক আলেম-ওলামার ৷

ইসলামপন্থী কোনো দলের সাথে আওয়ামীলীগের সুসম্পর্ক স্বাধীনতা উত্তরকালে প্রথম দেখা যায় ১৯৯৬ এর তত্বাবধায়ক দাবিতে জামায়াতে ইসলামীর সাথে যুগপৎ আন্দোলনের মাধ্যমে ৷ এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আওয়ামীপ্রার্থীর গোলাম আযম সাহেবের বাসায় গিয়ে তার কদমবুচির ঘটনাও প্রত্যক্ষ করেছে বাংলাদেশের মানুষ ৷ এরপর ২০০৬এ শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর কাছে এসে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে পাঁচদফা চুক্তি স্বাক্ষর ছিল আওয়ামীলীগের ইতিহাসে ইসলামপন্থীদের সাথে সখ্যতা গড়ার সবচেয়ে বড় নযীর ৷ বামপন্থী মিডিয়া ও বহির্শক্তির চাপে শেষতক  আওয়ামীলীগ সেই চুক্তি থেকে পিছে হটলেও ক্ষমতায় এসে পাঁচদফার একাধিক দফা বাস্তবায়নে তৎপর হয় ৷

বৈধ ও অবৈধ মিলিয়ে টানা দশবছর ক্ষমতায় থাকাকালীন আওয়ামীলীগ ইসলামপন্থী ও আলেমসমাজের বেশ কয়েকটি দাবি পুরণ করেছে ৷ এই অবদানের কৃতিত্ব আওয়ামীলীগের ন্যায্য পাওনা ৷ আওয়ামীলীগ হাইকোর্টের ফতোয়া বিরোধী রায় বাতিল করিয়ে যেভাবে আলেমদের ফতোয়া প্রদানের অধিকার সংরক্ষণ করেছে, সে জন্য প্রশংসা করতেই হবে ৷ এরপর হেফাজতের আন্দোলনের মুখে পাঠ্যসূচির পরিবর্তন ও সুপ্রীমকোর্টের সম্মুখ থেকে থেমিসের মূর্তি স্থানান্তর আওয়ামীলীগের প্রতি সমীহজাগানিয়া বিষয় ৷ আর সর্বশেষ কওমী সনদের স্বীকৃতির দাবি পুরণে আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনার এ যাবৎকার ভূমিকাকে তো এক কথায় অবিস্মরণীয়ই বলা যায় ৷ মন্ত্রী ও আমলাদের মতামতকে উপেক্ষা করে ওলামায়ে কেরামের চাহিদামাফিক স্বীকৃতি প্রদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক এখতেয়ার ও কৃতিত্বের বিষয় ৷

এ সকল অবদানের পর আওয়ামীলীগ চাইছে ওলামায়ে কেরাম তাদের এই কৃতিত্বের স্বীকৃতি দিক এবং তাদের স্বপক্ষে মাঠে-ময়দানে কিছু ভূমিকা পালন করুক ৷ আওয়ামীলীগের এই চাওয়া মাত্রাতিরিক্ত কিছু নয় ৷ তবে ওলামায়ে কেরাম এক্ষেত্রে আবেগে ভেসে গেলে চলবে না ৷ তাদের ভূমিকা হওয়া উচিৎ সুচিন্তিত ও দায়িত্বশীল ৷ স্বীকৃতির দাবি পুরণের জন্য আমরা আওয়ামীলীগকে ধন্যবাদ জানাতে পারি ৷ তাই বলে তাদের দশবছরের অন্যান্য কার্যকলাপ ভুলে যেতে পারি না ৷ ভালোটুকুর জন্য যেমন ধন্যবাদ জানাতে কার্পণ্য করা যাবে না, তেমনি মন্দটার ধিক্কার জানাতেও কুণ্ঠিত হওয়া চলবে না ৷ হেফাজতে ইসলামের সাথে আওয়ামী আচরণের কথা নাইবা বললাম ৷ শাহাদাতের রক্তকে রঙমাখা নাটক আখ্যায়িত করার বেদনাও হয়ত ভুলে গেলাম আমাদের শিক্ষাকে মূল্যায়নের অপার আনন্দে ৷ তাই বলে আমরা কূপমন্ডক হতে পারি না ৷ কওমীর নিজস্ব ইস্যু ছাড়া দেশ-জাতির অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে উপেক্ষা করে আলেমসমাজের দায়িত্ব পালন হতে পারে না ৷ নিরপেক্ষ নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে দেশে হিংসা ও হানাহানির রাজনীতিকে যেভাবে প্রতিষ্ঠিত করেছে আওয়ামীলীগ, তাকে প্রশ্রয় দেয়ার কোনো সুযোগ নেই ৷ আজ তারা ভয় পাচ্ছে, তারা ক্ষমতা হারালে লক্ষ লাশ পড়বে- এ লাশ পড়লে তার দায় তো তাদেরকেই নিতে হবে ৷ খুন,গুম ও হত্যার রাজনীতি বাংলাদেশে আগেও ছিল, তবে আওয়ামীলীগের চলতি আমলে তা সকল মাত্রা ছাড়িয়েছে ৷ বিচারিক হত্যাকান্ডের মাধ্যমে হত্যার রাজনীতি প্রতিষ্ঠা করেছে ৷ এভাবে মানুষের ন্যূনতম জীবনের নিরাপত্তা বিঘ্নিত করে একটি নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে দেশকে ৷ একজন সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে এই বিষয়গুলো থেকে চোখ বন্ধ করে রাখা যায় না ৷

আওয়ামীলীগ চায় আলেমসমাজ তাদের অবদানের স্বীকৃতি দিক, তাদের স্বপক্ষে ভূমিকা রাখুক ৷  আলেমসমাজ তা রাখবে, কিন্তু তার আগে আওয়ামীলীগকে তার অন্যায়ের হাত গুটিয়ে নিতে হবে ৷ দেশকে স্বাধীনভাবে সামনে এগিয়ে যেতে দিতে হবে ৷ নাগরিকদেরকে ভোটাধিকার দিতে হবে ৷ শুধু কওমী স্বীকৃতি দিয়ে স্বীকৃতির অভনন্দন পাওয়া যাবে, কিন্তু পূর্ণাঙ্গ সমর্থন পেতে হলে জনগণের কল্যাণমুখী ভূমিকায় অবতীর্ণ হতে হবে ৷ এছাড়া আওয়ামীলীগের সাথে গাটছড়া বাঁধা গ্রহনযোগ্যতা পাবে না ৷

— শাইখুল হাদীস বিন শাইখুল হাদীস মাওঃ মামুনুল হক

Thursday 20 September 2018

নেলসন ম্যান্ডেলা সম্মাননা ২০১৮ পেলেন বারবাকিয়া ইউপি চেয়ারম্যান

নেলসন ম্যান্ডেলা সম্মাননা ২০১৮ পেলেন বারবাকিয়া ইউপি চেয়ারম্যান
তাহমিদ অারমান:

কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের দুই দুই বার নির্বাচিত সফল চেয়ারম্যান ও ফাঁসিয়াখালী ইসলামীয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মওলানা এইচ এম বদিউল অালম সমাজ সেবায় অবদান রাখায় বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির পক্ষ থেকে নেলসন ম্যান্ডেলা সম্মাননা ২০১৮ অর্জন করেছেন।

Wednesday 19 September 2018

পেকুয়ায় যাত্রীবাহী বাস খাদে-নিহত-১,আহত-২

পেকুয়ায় যাত্রীবাহী বাস খাদে-নিহত-১,আহত-২


 আজ (১৯ সেপ্টম্বর) বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার  টইটং সিমান্ত ব্রীজের পাশে হঠাৎ চলন্ত অবস্থায় বাস গাড়ির এক্সসেল ভেঙ্গে লেদুমিয়ার গায়ের উপর দিয়ে খাদে পড়ে যায়।  ঘটনাস্থলে লেদু মিয়া (৫৫) নামক এক পথচারীর মৃত হয়। তিনি টইটং ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকার মৃত,কবির আহমদের ছেলে বলে জানা গেছে। চট্টগ্রাম থেকে বাঁশখালী স্পেশাল সার্ভিস বাসটি যাত্রী নিয়ে পেকুয়ার টইটং  বাজার আসার পথে  এদূর্ঘনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ওই বাসে কয়েকজন যাত্রী ছিল।দূর্ঘটনার পর চালক সটকে পড়েছে। পেকুয়ার ইউএনও মাহবুব উল করিম ওসি জাকের হোসেন ভুঁইয়া, ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান অব্যহত রেখেছেন।

Sunday 16 September 2018

অাসছে তুরস্কের নতুন বাস

Bus টির নাম ATAK যা তুরস্ক  তৈরি করেছে।
এটি 20 মিনিটের মধ্যে বিদ্যুৎ চার্জ করা হয় ও 300 কিমি ছুটে যায়।
(সুতরাং পেট্রল  ডিজেলের প্রয়োজন নেই)

Thursday 13 September 2018

কালের কন্ঠের অাসিফ সিদ্দিকি সড়ক দুর্ঘটনার শিকার

স্মার্ট কার্ডের জন্য চকরিয়া আসার পথে দূর্ঘটনার শিকার হন


চকরিয়া প্রপার কাকারার কৃতি সন্তান চট্টগ্রামের কর্মরত দৈনিক কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক আসিফ ছিদ্দিকী চুনতিতে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।

Monday 10 September 2018

মওলানা নোমান অার নেই

মওলানা নোমান অার নেই
তাহমিদ অারমান:

বিটিশ বিরোধী আন্দোলনের বীর সৈনিক
হোসাইন আহমদ মাদানীর অন্যতম খলিফা ও পটিয়া উপজেলার অন্তর্গত  আলমদার পাড়ার শ্রদ্ধেয় মুরব্বী
হযরত মাওলানা নোমান(১০২) আজ সকাল ৭.৪৫ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার মাদরাসা প্রতিনিধি সমাবেশ অনুষ্টিত।

বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার মাদরাসা প্রতিনিধি সমাবেশ অনুষ্টিত।

জেলা শাখার বিভিন্ন মাদরাসা প্রতিনিধিদের নিয়ে
উক্ত প্রতিনিধি সমাবেশে প্রধান অথিতির আলোচনা পেশ করেন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা হাফিজ ইমরান খালিদ, জেলা শাখার প্রধান উপদেষ্টা সালেহ আহমদের  পরিচালনায় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন খুলনা মহানগরীর প্রধান পৃষ্ঠপোষক হাবিবুর রহমান ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসহাক হায়দার ও আব্দুস সাত্তার প্রমুখ ।

Sunday 9 September 2018

বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ চাঁদপুর জেলা শাখার মাদরাসা প্রতিনিধি সমাবেশ অনুষ্টিত।

বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ চাঁদপুর জেলা শাখার মাদরাসা প্রতিনিধি সমাবেশ অনুষ্টিত।

জেলার বিভিন্ন মাদরাসা প্রতিনিধিদের নিয়ে
আয়োজিত প্রতিনিধি সমাবেশে প্রধান অথিতির আলোচনা পেশ করেন,পরিষদের কেন্দ্রীয় আহবায়ক হাফিজ জাকির হোসাইন,পরিষদের জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক আবুল বাশারের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্ঠা আবু তাহের এর পরিচালনায় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক  সম্পাদক আব্দুল গাফফার, অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের জেলার উপদেষ্ঠা আব্দুল কাদের নোমান,জেলার আহবায়ক আব্দুল্লাহ আনসারী,হাফেজ হাসান আহমদ ও হাফেজ মাকসুদুর রহমান প্রমুখ।

Saturday 8 September 2018

লোহাগাড়ায় যুবকের ওপর হামলাকারীরা ধরা ছোঁয়ার বাইরে

লোহাগাড়ায় যুবকের
ওপর হামলাকারীরা
ধরা ছোঁয়ার বাইরে
তাহমিদ অারমান:

লোহাগাড়া উপজেলার চুনতি
পানত্রিশা উত্তর পাড়ার ইউনুস নামে এক
যুবকের ওপর হামলার ঘটনায় মামলা
হলেও হামলাকারীরা এখনো অধরা।
মামলার ১৪ দিন অতিবাহিত হলেও
হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায়
পরিবারটি এখন নিরাপত্তাহীনতায়
ভুগছে।
২০ নভেম্বর চট্টগ্রাম সিনিয়র
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী
আদালতে ইউনুসের বাবা মোস্তাক আহমদ
বাদী হয়ে মামলা করেন। মামলা নং
২৪২।
১২ নভেম্বর সন্ধ্যায় ছৈয়দ আহাম্মদ প্রকাশ
(খুনি ছৈয়দ্দে) একই এলাকার সন্ত্রাসী ওসমান, ছৈয়দের
স্ত্রী আয়েশা আক্তার, ওসমানের স্ত্রী
পারভীন আক্তার, ফরিদুল আলমের স্ত্রী
আছমা আক্তার, আরবান আলীর স্ত্রী
সাজেদা বেগম রামদা ও দেশীয় অস্ত্র
নিয়ে হত্যার উদ্দেশে মোস্তাক
আহাম্মদের ছেলে ইউনুছ ও তার স্ত্রী
মমতাজ বেগমের ওপর হামলা চালায়।
হামলায় ইউনুস গুরুতর আহত হন। তিনি
চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুর
প্রহর গুনছেন।

কাপ্তাই উপজেলা বিএনপির কমিটি বাতিল বলে ঘোষণা

কাপ্তাই উপজেলা বিএনপির কমিটি বাতিল বলে ঘোষণা

তাহমিদ অারমান:কাপ্তাই ;
গতকাল রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ অালম,সাধারণ সম্পাদক দীপনু তালুকদার দীপু,সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে কাপ্তাই উপজেলা বিএনপির কমিটি বাতিল বলে ঘোষণা করা হয়।২০১৫ সালের অাগস্ট মাসে সম্মেলনের মাধ্যমে কাপ্তাই উপজেলা বিএনপির কমিটি গঠনের পর হতে বর্তমান পর্যন্ত কমিটি কোনরুপ সভা,ও কেন্দ্রীয় কর্মসূচি পালন না করা সহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করার অভিযোগ এনে এই কমিটি বাতিল বলে ঘোষণা করা হয়েছে এতে উল্লেখ করা হয়।

Monday 3 September 2018

তিনশত নৌকার মাঝি হচ্ছেন যারা

তিনশত নৌকার মাঝি হচ্ছেন যারা
তাহমিদ অারমান:

হাইকমান্ড কর্তৃক তৈরিকৃত মনোনয়ন তালিকাটি এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও শিগগিরই মনোনীত প্রার্থীদের মৌখিকভাবে মাঠে নামার নির্দেশ দেয়া হবে হাইকমান্ড থেকে। প্রার্থী তালিকাটি যথাসময়ে দলের সংসদীয় বোর্ড কর্তৃক অনুমোদিত হয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলেও জানা গেছে। অনিবার্য কারণ ব্যতীত তালিকায় খুব একটা যোগ-বিয়োগের সম্ভাবনা নেই বলে দাবি করেছে এ সূত্রটি। সূত্র মতে,”অবস্থা বুঝে ব্যবস্থা” নেয়ার নীতিগ্রহণ করে আওয়ামী লীগ তার গতি প্রকৃতি নির্ধারণ করছে।আওয়ামী লীগের প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত নাম ও আসন নিম্নে দেয়া হলো। ঢাকা-১ আব্দুল মান্নান খান, ঢাকা-২ শাহীন আহমেদ, ঢাকা-৩ নসরুল হামিদ বীপু, ঢাকা-৪ ডঃ আওলাদ হোসেন, ঢাকা-৫ মশিউর রহমান সজল, ঢাকা-৬ শাহে আলম মুরাদ, ঢাকা-৭ ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দীন, ঢাকা-৮ ইসমাইল চৌধুরী সম্রাট, ঢাকা-৯ মোজাফফর হোসেন পল্টু, ঢাকা-১০ শেখ ফজলে নূর তাপস, ঢাকা-১১ একেএম রহমতউল্লাহ, ঢাকা-১২ আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ সাবিনা আকতার তুহিন, ঢাকা-১৫ গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ঢাকা-১৬ এম এ মান্নান কচি, ঢাকা-১৭ মুহম্মদ ফারুক খান, ঢাকা-১৮ অ্যাডঃ সাহারা খাতুন, ঢাকা-১৯ তৌহিদ জং মুরাদ, ঢাকা-২০ বেনজীর আহমেদ।নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী,নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ-৪ একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ এস এম আকরাম।গাজীপুর-১ আকম মোজাম্মেল হক, গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল,গাজীপুর-৩ জামিল হাসান দুর্জয়,গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি,গাজীপুর-৫ আখতারুজ্জামান।
মুন্সিগঞ্জ-১ ডাঃ বদিউজ্জামান ডাব্লু, মুন্সিগঞ্জ-২ অ্যাডঃ মাহবুবে আলম, মুন্সিগঞ্জ-৩ মৃণাল কান্তি দাস। কিশোরগঞ্জ-১ সৈয়দ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ-২ সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৩ ডঃ মিজানুল হক, কিশোরগঞ্জ-৪ রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৬ নাজমুল হাসান পাপন।নরসিংদী-১ নজরুল ইসলাম, নরসিংদী-২ কামরুল আশরাফ খান, নরসিংদী-৩ সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী-৪ নুরুল মজিদ হুমাউন, নরসিংদী-৫ রাজিউদ্দীন আহমেদ রাজুর পুত্র।গোপালগঞ্জ-১ শেখ রেহানা, গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম, গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা। মাদারীপুর-১ নূরে আলম চৌধুরী লিটন, মাদারীপুর-২ শাহজাহান খান, মাদারীপুর-৩ আ ফ ম বাহাউদ্দীন নাছিম। শরিয়তপুর-১ বি এম মোজাম্মেল হক, শরিয়তপুর-২ একেএম এনামুল হক শামীম,শরিয়তপুর-৩ নাহিম রাজ্জাক। ফরিদপুর-১ ডাঃ দিলীপ রায়, ফরিদপুর-২ আয়মন আকবর চৌধুরী, ফরিদপুর-৩ ইঞ্জিনয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-৪ মজিবর রহমান চৌধুরী।কুমিল্লা-১ সুবিদ আলী ভুঁইয়া, কুমিল্লা-২ সেলিমা আহমেদ, কুমিল্লা-৩ ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা-৪ রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-৫ আব্দুল মতিন খসরু, কুমিল্লা-৬ আফম বাহাউদ্দীন বাহার, কুমিল্লা-৭ ডাঃ প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৮ অধ্যাপক আলী আশরাফ, কুমিল্লা-৯ তাজুল ইসলাম, কুমিল্লা-১০ আহম মোস্তফা কামাল, কুমিল্লা-১১ মজিবুল হক মুজিব।
চট্রগ্রাম-১ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-২ চট্টগ্রাম-৩ মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৭ ডঃ হাসান মাহমুদ, চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-৯ মহিবুল হাসান নওফেল, চট্টগ্রাম-১০ মঞ্জুরুল আলম, চট্টগ্রাম-১১ আব্দুল লতিফ, চট্টগ্রাম-১২ শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৩ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ নজরুল ইসলাম চৌধুরী।
চাঁদপুর-১ গোলাম হোসেন, চাঁদপুর-২ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-৩ সুজিৎ রায় নন্দী, চাঁদপুর-৪ শামসুল হক ভুঁইয়া, চাঁদপুর-৫ রফিকুল ইসলাম বীর উত্তম।দিনাজপুর-১ মনোরঞ্জণ শীল গোপাল, দিনাজপুর-২ খালিদ মাহমুূদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ শিবলী সাদিক।ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ মাজহারুল ইসলাম সুজন, ঠাকুটগাঁও-৩।নীলফামারী-১ আফতাবউদ্দিন সরকার, নীলফামারী-২ আসাদুজ্জামান নূর, নীলফামারী-৪ আমেনা কোহিনুর আলম।লালমনিরহাট-১ মোতাহার হোসেন, লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আবু সালেহ সাইদ দুলাল। রংপুর-১ রংপুর-২ আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর-৩ আনোয়ারুল ইসলাম, রংপুর-৪ টিপু মন্সী, রংপুর-৫ এইচ এন আশিকুর রহমান, রংপুর-৬ সজীব ওয়াজেদ জয়।কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-২ জাফর আলী, কুড়িগ্রাম-৩ শওকত আলী বীরবিক্রম, কুড়িগ্রাম-৪ জাকির হোসেন। গাইবান্ধা -১ গোলাম মোস্তফা আহমেদ, গাইবান্ধা-২ সৈয়দ শামস উল আলম হীরা, গাইবান্ধা-৩ ডাঃ ইউনুস আলী সরকার, গাইবান্ধা-৪ আবুল কালাম আজাদ, গাইবান্ধা-৫ মাহমুদ হোসেন রিপন।রাজশাহী-১ মতিউর রহমান, রাজশাহী-২ আব্দুল খালেক, রাজশাহী-৩ আয়েন উদ্দীন, রাজশাহী-৪ এনামুল হক, রাজশাহী-৫ এম এ ওয়াদুদ দারা, রাজশাহী-৬ শাহরিয়ার আলম।নাটোর-১ আবুল কালাম, নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ জুনায়েদ আহম্মেদ পলক।পাবনা-১ অধ্যাপক আবু সাইয়িদ, পাবনা-২ আজিজুল হক আরজু, পাবনা-৩ মকবুল হোসেন, পাবনা-৪ গোলাম ফারুক প্রিন্স।নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ ছলিম উদ্দিন, নওগাঁ-৪ ইমাজ উদ্দীন প্রামাণিক, নওগাঁ-৫ ব্যারিস্টার নিজামউদ্দীন জলিল জন, নওগাঁ-৬ ইসরাফিল আলম।টাঙ্গাইল-১ ডঃ আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ খন্দকার মশিউজ্জামান রোমেল, টাঙ্গাইল-৩ সৈয়দ আবু ইউসুফ, টাঙ্গাইল-৪ সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ খন্দকার এম এ বাতেন, টাঙ্গাইল-৭ একাব্বর হোসেন ও টাঙ্গাইল-৮ অনুপম শাহজাহান জয়।মানিকগঞ্জ-১ আনোয়ারুল হক, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, মানিকগঞ্জ-৩ জাহিদ মালেক স্বপন।সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২ হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৩, সিরাজগঞ্জ-৪ তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আব্দুল মজিদ মন্ডল ও সিরাজগঞ্জ-৬ হাসিবুর রহমান স্বপন।চাঁপাইনবাবগঞ্জ-১ গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল ওয়াদুদ বিশ্বাস। নরসিংদী-১ নজরুল ইসলাম, নরসিংদী-২ কামরুল আশরাফ খান, নরসিংদী-৩ সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী-৪ নুরুল মজিদ হুমায়ুন ও নরসিংদী-৫ রাজি উদ্দীন আহমেদ রাজু তনয়।
বি বাড়িয়া-১ এটিএম মনিরুজ্জামান সরকার, বিবাড়িয়া-২ বি বাড়িয়া-৩ উবায়দুল মোক্তাদির চৌধুরী, বি বাড়িয়া-৪ ব্যারিস্টার আনিসুল হক, বি বাড়িয়া-৫, বি বাড়িয়া-৬ মহিউদ্দীন আহমেদ মহি।
সিলেট-১ ডঃ আবুল মোমেন, সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট-৪ ইমরান আহমেদ, সিলেট-৫ মাশুক উদ্দীন, সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ, হবিগঞ্জ-১ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, হবিগঞ্জ-২ আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ ।
সুনামগঞ্জ-১ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-৩ আজিজ উস সামাদ ডন, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান, সুনামগঞ্জ-৫ মহিবুর রহমান মানিক। মৌলভীবাজার-১ আব্দুল মতিন, মৌলভীবাজার-২, মৌলভীবাজার-৩, মৌলভীবাজার-৪ উপাধ্য আব্দুস শহীদ।নোয়াখালী-১ এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ মোরশেদ আলম, নোয়াখালী-৩ মামুনুর রশীদ কিরণ, নোয়াখালী-একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ ওবায়দুল কাদের, নোয়াখালী-৬ আয়েশা সিদ্দিকী।লক্ষ্মীপুর-১ আবদুল্লাহ, লক্ষ্মীপুর-২ মোহাম্মদ নোমান, লক্ষ্মীপুর-৩ শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪। ফেনী-১ আলাউদ্দিন আহমেদ চৌধুরী, ফেনী-২ নিজামউদ্দীন হাজারী, ফেনী-৩ সাইফুদ্দীন নাসির। বান্দরবান- বীর বাহাদুর ও রাঙামাটিঃ দীপঙ্কর তালুকদার। জয়পুরহাট-১ শামসুল আলম দুদু জয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বরিশাল-১ আবুল হাসনাত আবদুল্লাহ, বরিশাল- ২ গোলাম ফারুক, বরিশাল-৩, বরিশাল-৪ পঙ্কজ দেবনাথ, বরিশাল-৫ জেবুন্নেছা হক, বরিশাল-৬ তালুকদার মোহাম্মদ ইউনুস।পটুয়াখালী-১ শাজাহান মিয়া,পটুয়াখালী-২ আসম ফিরোজ, পটুয়াখালী-৩ আখম জাহাঙ্গীর হোসাইন, পটুয়াখালী-৪ মাহবুবুর রহমান তালুকদার।বরগুণা-১ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ শওকত হাছানুর রহমান। ঝালকাঠি-১ মনিরুজ্জামান মনির, ঝালকাঠি-২ আমির হোসেন আমু। ভোলা-১ তোফায়েল আহমেদ, ভোলা-২ আলী আজম মুকুল, ভোলা-৩ নুরুন্ববী চৌধুরী শাওন, ভোলা-৪ আব্দুল্লাহ আল জ্যাকব।পিরোজপুর-১ অ্যাডঃ রেজাউল করিম, পিরোজপুর-২ শাহে আলম, পিরোজপুর-৩ ইসহাক আলী খান পান্না।শেরপুর-১ আতিয়ার রহমান আতিক, শেরপুর-২ বেগম মতিয়া চৌধুরী, শেরপুর-৩ ফজলুল হক। ময়মনসিংহ-১ জুয়েল আরেং, ময়মনসিংহ-২ হায়াতুর রহমান খান, ময়মনসিংহ-৪ আব্দুস ছাত্তার, ময়মনসিংহ-৫ কে এম খালিদ, ময়মনসিংহ-৬ মোসলেম উদ্দীন, ময়মনসিংহ-৮, ময়মনসিংহ-৯ আনোয়ার আবেদীন তুহিন, ময়মনসিংহ-১০ ফাহমী গোলান্দাজ বাবেল।নেত্রকোনা-১ মোশতাক আহমেদ রুহী, নেত্রকোনা-৩ ইত্তেকার তালুকদার, নেত্রকোনা-৪ রেবেকা মোমিন।যশোর-১ শেখ আফিল উদ্দীন, যশোর-২ মনিরুল ইসলাম, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৪, যশোর-৫ স্বপন ভট্টাচার্য, যশোর-৬।খুলনা-১ পঞ্চানন বিশ্বাস, খুলনা-২ মিজানুর রহমান, খুলনা-৩ মন্নুজান সুফিয়ান, খুলনা-৫ নারায়ণ চন্দ্র চন্দ।রাজবাড়ি-১ কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ জিল্লুল হাকিম।সাতক্ষীরা-১ শেখ মুজিবুর রহমান, সাতক্ষীরা-২ মীর মোশতাক আহমেদ রবি, সাতক্ষীরা-৩ অধ্যাপক ডাঃ তআফম রুহুল হক, সাতক্ষীরা-৪ এসএম জগলুল হায়দার।মাগুরা-১ সাইফুজ্জামান শেখর, মাগুরা-২ বীরেন শিকদার।নড়াইল-১ কবিরুল হক মুক্তি, নড়াইল-২ শেখ হাসিনা।বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ বাগেরহাট-৩ তালুকদার আব্দুল খালেক বাগেরহাট-৪ ডাঃ মোজাম্মেল হোসেন .দিনাজপুর-১ মনোরঞ্জণ শীল গোপাল, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ শিবলী সাদিক। ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ মাজহারুল ইসলাম সুজন, ঠাকুটগাঁও-৩।
নীলফামারী-১ আফতাবউদ্দিন সরকার, নীলফামারী-২ আসাদুজ্জামান নূর, নীলফামারী-৩ অধ্যাপক গোলাম মোস্তফা, নীলফামারী-৪ আমেনা কোহিনুর আলম।লালমনিরহাট-১ মোতাহার হোসেন, লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আবু সালেহ সাইদ দুলাল।রংপুর-১ রংপুর-২ আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর-৩ আনোয়ারুল ইসলাম, রংপুর-৪ টিপু মন্সী, রংপুর-৫ এইচ এন আশিকুর রহমান, রংপুর-৬ সজীব ওয়াজেদ জয়।কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-২ জাফর আলী, কুড়িগ্রাম-৩ শওকত আলী বীরবিক্রম, কুড়িগ্রাম-৪ জাকির হোসেন।গাইবান্ধা -১ গোলাম মোস্তফা আহমেদ, গাইবান্ধা-২ সৈয়দ শামস উল আলম হীরা, গাইবান্ধা-৩ ডাঃ ইউনুস আলী সরকার, গাইবান্ধা-৪ আবুল কালাম আজাদ, গাইবান্ধা-৫ মাহমুদ হোসেন রিপন।রাজশাহী-১ মতিউর রহমান, রাজশাহী-২ আব্দুল খালেক, রাজশাহী-৩ আয়েন উদ্দীন, রাজশাহী-৪ এনামুল হক, রাজশাহী-৫ এম এ ওয়াদুদ দারা, রাজশাহী-৬ শাহরিয়ার আলম।নাটোর-১ আবুল কালাম, নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ জুনায়েদ আহম্মেদ পলক।পাবনা-১ অধ্যাপক আবু সাইয়িদ, পাবনা-২ আজিজুল হক আরজু, পাবনা-৩ মকবুল হোসেন, পাবনা-৪ গোলাম ফারুক প্রিন্স।নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ ছলিম উদ্দিন, নওগাঁ-৪ ইমাজ উদ্দীন প্রামাণিক, নওগাঁ-৫ ব্যারিস্টার নিজামউদ্দীন জলিল জন, নওগাঁ-৬ ইসরাফিল আলম। টাঙ্গাইল-১ ডঃ আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ খন্দকার মশিউজ্জামান রোমেল, টাঙ্গাইল-৩ সৈয়দ আবু ইউসুফ, টাঙ্গাইল-৪ সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ খন্দকার এম এ বাতেন, টাঙ্গাইল-৭ একাব্বর হোসেন ও টাঙ্গাইল-৮ অনুপম শাহজাহান জয়। মানিকগঞ্জ-১ আনোয়ারুল হক, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, মানিকগঞ্জ-৩ জাহিদ মালেক স্বপন। সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২ হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৩, সিরাজগঞ্জ-৪ তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আব্দুল মজিদ মন্ডল ও সিরাজগঞ্জ-৬ হাসিবুর রহমান স্বপন।
চাঁপাইনবাবগঞ্জ-১ গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল ওয়াদুদ বিশ্বাস। নরসিংদী-১ নজরুল ইসলাম, নরসিংদী-২ কামরুল আশরাফ খান, নরসিংদী-৩ সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী-৪ নুরুল মজিদ হুমায়ুন ও নরসিংদী-৫ রাজি উদ্দীন আহমেদ রাজু তনয়। বি বাড়িয়া-১ এটিএম মনিরুজ্জামান সরকার, বিবাড়িয়া-২ বি বাড়িয়া-৩ উবায়দুল মোক্তাদির চৌধুরী, বি বাড়িয়া-৪ ব্যারিস্টার আনিসুল হক, বি বাড়িয়া-৫, বি বাড়িয়া-৬ মহিউদ্দীন আহমেদ মহি।
সিলেট-১ ডঃ আবুল মোমেন, সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট-৪ ইমরান আহমেদ, সিলেট-৫ মাশুক উদ্দীন, সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ, হবিগঞ্জ-১ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, হবিগঞ্জ-২ আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ । সুনামগঞ্জ-১ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-৩ আজিজ উস সামাদ ডন, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান, সুনামগঞ্জ-৫ মহিবুর রহমান মানিক। মৌলভীবাজার-১ আব্দুল মতিন, মৌলভীবাজার-২, মৌলভীবাজার-৩, মৌলভীবাজার-৪ উপাধ্য আব্দুস শহীদ।বরিশাল-১ আবুল হাসনাত আবদুল্লাহ, বরিশাল- ২ গোলাম ফারুক, বরিশাল-৩ অ্যাডভোকেট আফজাল হোসেন , বরিশাল-৪ পঙ্কজ দেবনাথ, বরিশাল-৫ জেবুন্নেছা হিরন , বরিশাল-৬ তালুকদার মো,ইউনুস ।পটুয়াখালী-১ শাজাহান মিয়া, পটুয়াখালী-২ আসম ফিরোজ,পটুয়াখালী-৩ আখম জাহাঙ্গীর হোসাইন, পটুয়াখালী-৪ মাহবুবুর রহমান তালুকদার।বরগুণা-১ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ শওকত হাছানুর রহমান।ঝালকাঠি-১ মনিরুজ্জামান মনির, ঝালকাঠি-২ আমির হোসেন আমু।ভোলা-১ তোফায়েল আহমেদ, ভোলা-২ আলী আজম মুকুল, ভোলা-৩ নুরুন্ববী চৌধুরী শাওন ও ভোলা-৪ আব্দুল্লাহ আল জ্যাকব।পিরোজপুর-১ অ্যাডঃ রেজাউল করিম, ও পিরোজপুর-৩ ইসহাক আলী খান পান্না।শেরপুর-১ আতিয়ার রহমান আতিক, শেরপুর-২ বেগম মতিয়া চৌধুরী, শেরপুর-৩ ফজলুল হক।যশোর-১ শেখ আফিল উদ্দীন, যশোর-২ মনিরুল ইসলাম, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৪, যশোর-৫ স্বপন ভট্টাচার্য, যশোর-৬।যশোর-১ শেখ আফিল উদ্দীন, যশোর-২ মনিরুল ইসলাম, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৪, যশোর-৫ স্বপন ভট্টাচার্য, যশোর-৬।যশোর-১ শেখ আফিল উদ্দীন, যশোর-২ মনিরুল ইসলাম, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৪, যশোর-৫ স্বপন ভট্টাচার্য, যশোর-৬।সাতক্ষীরা-১ সাতক্ষীরা-২ মীর মোশতাক আহমেদ রবি, সাতক্ষীরা-৩ অধ্যাপক ডাঃ তআফম রুহুল হক, সাতক্ষীরা-৪ এসএম জগলুল হায়দার।মাগুরা-১ মাগুরা-২ বীরেন শিকদার।নড়াইল-১ কবিরুল হক মুক্তি, নড়াইল-২ শেখ হাসিনা। বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ বাগেরহাট-৩ তালুকদার আব্দুল খালেক বাগেরহাট-৪ ডাঃ মোজ্জামেল হোসেন।উল্লেখ্য,সাধারণ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৩০০ আসনেই প্রার্থী রাখছে আওয়ামী লীগ। সংশ্লিষ্ট নেতৃত্বস্থানীয় সূত্র এই পূর্বাভাস দিয়ে জানিয়েছে, নির্বাচন নিয়ে বিএনপি’র ভবিষ্যৎ নীতিনির্ধারণী কুট-কৌশলের ওপরই নির্ভর করছে আওয়ামী লীগের প্রার্থিতার বিষয়টি। এ জন্য বিএনপি’র প্রতি ক্ষমতাসীন দলটির সর্তক পর্যবেক্ষণও রয়েছে। বিএনপি এককভাবে নির্বাচন করলে আওয়ামী লীগও এককভাবে নির্বাচনী লড়াইয়ে দেখা যেতে পারে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশাপ্রকাশ করে বলেছেন, বিএনপি আবারও নির্বাচনী অংকে ভুল করবে না। তারা বিগত নির্বাচন বর্জন করে যে ভুল করেছে সেথেকে শিক্ষা গ্রহণ করেছে বলে মনে হচ্ছে তাদের কথাবার্তায়। সংসদীয় মনোয়ন বোর্ডের সদস্য সচিব ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক এবং তা কেবল বিএনপির অংশগ্রহণের মধ্য দিয়েই হতে পারে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন বিকল্প পথ নেই, শেখ হাসিনা সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নিতে হবে, এবং তারা নেবেও। বিএনপি নির্বাচন বর্জন করবে এরকম আশঙ্কা আওয়ামী লীগের নীতিনির্ধারক মহলে নেই। তারপরেও ‘যদি’র প্রশ্নে একটা বিকল্প চিন্তা মাথায় রাখছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত নির্বাচন বর্জন করলে আওয়ামী লীগ বর্তমান শরীক দলগুলোকে নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দেবে। শরীক দল জাতীয় পার্টির ন্যায় অপর ১৪টি দলের সঙ্গে আসনভিত্তিক আঁতাত গড়ে তুলবে।বিগত নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার যে অজুহাত তার পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। জাতীয় পার্টিসহ শরীকরা স্ব স্ব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠানের কথা জানান এই দু’নেতা। এছাড়াও আওয়ামী লীগ মনে করছে, যুদ্ধাপরাধীদের চলমান বিচারকার্যের দিকটি গুরুত্ব দিয়ে এককভাবেই নির্বাচন করতে পারে বিএনপি। ‘৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচনের ন্যায় নির্দিষ্টসংখ্যক আসনে জামায়াতের সঙ্গে পরোক্ষভাবে আঁতাত করতে পারে দলটি।

পেকুয়ায় দেয়াল ধ্বসে শিশু নিহত


পেকুয়ায় ঘুমন্ত পরিবারের উপর ঘরের দেয়াল ধ্বসে পড়ে শের আলী (৩) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (৩সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। এতে একই পরিবারের আরো ২জন আহত হয়েছে। আহতের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন, নিহতের সহোদর ইয়াসিন আলী(২) ও মা আলমাস খাতুন।


 আহতের মধ্যে ইয়াসিনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসারর জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরার দিয়ে বারত দিয়ে স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, কাদিমাকাটা গ্রামের পুতন আলীর স্ত্রী আলমাছ খাতুন তার দুই শিশুপুত্রকে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় আকস্মিকভাবে মাটির তৈরি ঘরের দেয়াল গুলো তাদের উপর ধ্বসে পড়ে।

 ভারী দেয়ালের চাপে মায়ের বুকে থাকা শিশু শের আলী ঘটনাস্থলেই মারা যায় এবং অপর শিশু ইয়াসিন আলী ও তাদের মা আলমাস খাতুন আহত হয়। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবার হজ্বে গিয়ে ৯৭ বাংলাদেশি হাজীর মৃত্যু

বাংলাদেশ থেকে আগত হাজীদের মধ্যে এপর্যন্ত ইন্তেকাল করছে মোট ৯৭  পুরুষ ৮২  মহিলা ১৫
মক্কায় ৬০,মদিনায় ৭,জেদ্দা ২,মিনা ১৮,আরাফাতে ১০ জন।

এই লাশ গুলি জায়নাজার নামাজের জন্য হেরাম শরীফে রাখা হয়েছে।

Saturday 1 September 2018

কাপ্তাইতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাপ্তাইতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তাহমিদ অারমান;কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাই উপজেলা বিএনপি’র উদ্যোগে বিএনপি’র ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। কেক কাটা, আলোচনা সভা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সনের মুক্তি কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি জননেতা মোঃ দিলদার হোসেন, উপজেলা বিএনপি সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা বিএনপি নেতা আশীষ চৌধুরী, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি একরাম মেম্বার, অর্জিত কার্বারীসহ বিপুল সংখ্যক যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাস নেতা-কর্মীবৃন্দ।

কাপ্তাইতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরী ভিত্তিতে স্কুল টয়লেট সংস্কার

কাপ্তাইতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরী ভিত্তিতে স্কুল টয়লেট সংস্কার
তাহমিদ অারমান: কাপ্তাই প্রতিনিধি ;

কাপ্তাই উপজেলার ওয়াজ্ঞা ইউনিয়নের শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ২৬০।বিদ্যালয়টির ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য নির্ধারিত একমাত্র টয়লেটটি গত প্রায় দুই বছর ধরে ব্যবহার অনুপযোগী বলে গত মঙ্গলবার ঐ ওয়ার্ডের সদস্য এবং স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব আলম উপজেলা প্রশাসন কে জানান। চলতি বছরের মে মাসে সংস্কার করার জন্য উদ্যোগ নেয়া হলেও কাজ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান একটু কাজ করেই লাপাত্তা।দীর্ঘদিন ধরে বাচ্চারা আশেপাশের বাড়িতে যাচ্ছে ।খবর পাওয়া মাত্রই উপজেলা  প্রশাসন এর উদ্যোগে টয়লেট সংস্কার করে ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেয়া হয়। অবশেষে আজ সংস্কার কাজ সম্পন্ন হল।

গোলাম মোহাম্মদ গীতিসমগ্রের মোড়ক উন্মোচন

গোলাম মোহাম্মদ গীতিসমগ্রের মোড়ক উন্মোচন অনুুষ্ঠিত।

ইল্লিন রেকর্ডস আয়োজিত মোড়ক উন্মোচনে প্রধান অতিথি ছিলেন সাহিত্য-সংগীত ব্যাক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী, বিশেষ অতিথি ছিলেন শিল্পী তাফাজ্জল হোসাইন খান, আবৃত্তিকার শরীফ বায়েজীদ মাহমুদ,শিল্পী ইব্রাহীম মন্ডল,সরদার ফরিদ আহমদ, সাংবাদিক শাহীন হাসনাত,কবি ওমর বিশ্বাস প্রমুখ। অধ্যাপক মুহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবিপত্নি শাহীন আক্তার মধু, শিল্পী মশিউর রহমান,শিল্পী গোলাম মাওলা, কবিপুত্র সুহাইম আদনান। আবৃত্তিকার আহসান হাবিবের সঞ্চালনায়  অনুষ্ঠানে কবির রচিত গান পরিবেশন করেন শিল্পী লিটন হাফিজ চৌধুরী, সন্দিপন শিল্পীগোষ্ঠী ও টুনটুনিদের আসর। আবৃত্তি পরিবেশন করেন শিল্পী মাহবুব মুকুল। বইটির প্রকাশক মো:নূরুল ইসলামের ধন্যবাদের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

Friday 31 August 2018

পিস সম্মাননা পেলেন জাতীয় মুফাস্সির পরিষদ বাংলাদেশের ৩ অালেম

কাবার গিলাপ উপহার পেলেন,দেশের সুপরিচিত সুমধুর কন্ঠের তাফসীর কারক,ও স্কলার,মুহতারাম মিজানুর রহমান আজহারী৷
তিনজনকে এ সম্মাননা দেওয়া হলো:
ড,মুফতি আবুল কালাম আজাদ বাশার
মুহতারাম মাওলানা নাসির উদ্দিন হেলালী৷
এবং মিজানুর রহমান আজহারী৷

Wednesday 29 August 2018

নগর জামায়াতের আমীর শাহজাহানের ইমামতিতে মাওলানা ইউনুছের জানাযা, হাজারো জনতার ঢল

নগর জামায়াতের আমীর শাহজাহানের ইমামতিতে মাওলানা ইউনুছের জানাযা, হাজারো জনতার ঢল

চকরিয়া ও পেকুয়া (তথা অবিভক্ত চকরিয়া) উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মুহাম্মদ ইউনুসের জানাযা ২৯ আগস্ট সকাল ৯ টায় চকরিয়া পৌর ৩ নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্যারচর ফুলতলাস্থ, সিকদারপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত হাজার হাজার শোকার্ত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, জেলা ছাত্রশিববিরের সভাপতি রবিউল আলম, চকরিয়া পৌর আমীর অ্যাড. আহমদ হোছাইন, পেকুয়া উপজেলা আমীর আবুল কালাম আজাদ, চকরিয়া উত্তর আমীর মাওলানা ছাবের আহমদ, দক্ষিণ আমীর মোজাম্মেল হক। জানাযায় ইমামতি করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান। জানাযায় হাজার হাজার শোকার্ত জনতা অংশগ্রহণ করেন। উল্লেখ্য মরহুম মাওলানা মুহাম্মদ ইউনুছ গতকাল ২৮ আগস্ট বিকাল ৩.৩০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Monday 20 August 2018

মাদক মুক্ত সমাজ,বাংলাদেশ (মামুস) এর কার্যকরী কমিটি গঠিত

মাদক মুক্ত সমাজ,বাংলাদেশ (মামুস) এর কার্যকরী কমিটি গঠিত
তাহমিদ অারমান:


মাদক মুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে গঠিত মামুস এর কার্যকরী কমিটি গতকাল  এক নোটিশের মাধ্যমে জানানো হয়।কমিটির কার্যকাল  অাগামী ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বলে নোটিশে উল্লেখ করা হয় এবং কমিটি ঘোষণার পর থেকে নতুন কমিটি কার্যকর বলে ঘোষণা করা হয়।
কার্যকরী কমিটির সদস্যরা যথাক্রমেঃ-
সভাপতিঃ তাহমিদ অারমান
সাধারণ সম্পাদকঃ গাজী মুহাম্মদ ফয়সাল
সাংগঠনিক সম্পাদকঃ রানা চৌধুরী
দপ্তর সম্পাদকঃ মুহাম্মদ শামীম
অর্থ সম্পাদকঃ অালী হাসান মুহাম্মদ মুজাহিদ
প্রচার সম্পাদকঃ কাইমুল ইসলাম ছোটন
সমাজসেবা সম্পাদকঃ মুহাম্মদ গোফরান
অাইসিটি সম্পাদকঃ তৌহিদুল ইসলাম

রাঙামাটিতে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের নগদ অর্থ বিতরণ

গত ১১/৬/২০১৮ তারিখে নানিয়ারচর উপজেলায় ভয়াবহ পাহাড় ধ্বসে নিহত পরিবারের কাছে নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গামাটি জেলা।

  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ  ও সমাজ সেবক জামায়াত ইসলামী রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম,  বিশেষ অতিথি ছিলেন পৌরসভা জামায়াতের সেক্রেটারী আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সভাপতি বিশিষ্ট ছাত্রনেতা শামশুদ্দীন ইবনে হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নিহতদের মধ্য থেকে নিহতদের পরিবার ও ইউপি মেম্বার রত্না চাকমা সহ অন্যান্য স্বজনরা উপস্থিত ছিলেন।

Wednesday 15 August 2018

উনি কে চিনেন?

উনি কে চিনেন?
উনি হচ্চেন ইসলামী শিক্ষা জগতের একজন অভিভাবক।

 অাজকে যারা দেশ চালাচ্ছে কিংবা দেশের বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করছে অনেকে উনার ছাত্র কিংবা ছাত্রের মত।উনার কি অপরাধ? উনার অপরাধ একটাই উনি ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষের লোক।তাই অাজকে হায়েনার দল তাকে দঁড়ি বেঁধে নিয়ে যাচ্ছে।অার যারা ইসলামী শিক্ষার বিপরীত শিক্ষা ব্যবস্থা তথা বাম শিক্ষা ব্যবস্থার লোক তাদেরকে প্রশাসন গার্ড দেয়।এদেশে জাফর ইকবালের মত বাম শিক্ষাবিদের মূল্য অাছে।ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষের লোকের এদেশে ঠিকানা হল চৌদ্দ শিক।ছবিতে যাকে দেখছেন উনি হল বাংলাদেশের ইসলামী শিক্ষাঙ্গনের সর্বোচ্চ বিদ্যাপীঠ তামীরুল মিল্লাতের অভিভাবক।যেই মাদ্রাসা থেকে শত শত অালেম জন্ম দেওয়া হয়।এটি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গতবছর কয়েক অাগে একসাথে ৮৫ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।হে অাল্লাহ! প্রিয় অালেমকে অামাদের মাঝে ফিরিয়ে দিন।অামিন।

Tuesday 14 August 2018

রাঙামাটি জেলা অাইনজীবী সমিতির সাবেক সভাপতি অসুস্থ

রাঙামাটি অাইনজীবী সমিতির সাবেক সভাপতি রাঙামাটি ইসলামিক সেন্টারের চেয়ারম্যান অামাদের মামলার অাইনজীবী অ্যাডভোকেট মোক্তার অাহমেদ অসুস্থ অবস্থায় অাইসিইউতে ভর্তি অাছেন।সকলের কাছে দোয়া চেয়েছেন।
অাল্লাহ তাকে সুস্থতা দান করুক ও নেক হায়াত দিক।অামিন।

Monday 13 August 2018

দিশারী শিল্পীগোষ্ঠীর সেটআপ সম্পন্ন

২০১৮ সেশনের বাকী সময়ের জন্য 
দিশারী শিল্পীগোষ্ঠীর সেটআপ
সম্পন্য হয়েছে

পরিচালক:তাসনীম যায়েদ
সহ: প: ইমরান আনসারী


অর্থ সম্পাদক: সাহানুর রহমান
অফিষ সম্পাদক: জুনায়েদ সিদ্দিকী
সাহিত্য সম্পাদক:রেজাউল করিম
থিয়েটার বিষয়ক সম্পা:আব্দুল হানিফ খান
প্রকাশনা সম্পাদক: তালহা বিন শফিক

সংগীত বিভাগ

পরিচালক: তাওহীদ সুফিয়ান
সহ:প: আং হাদী চৌ:

থিয়েটার বিভাগ

পরিচালক: শামসোজ্জামান মাহবুব
সহ: প:  তারেক আনোয়ার শিকদার
সহ: প: হাদিয়ুন নাহিয়ান চৌ:
সহ: প: তানভীর ঘোরী

শিশু বিভাগ

পরিচালক: শুয়াইবুর রহমান
সহ: প: ফাহাদ বিন আইয়ুব

কবি ফররুখ প্রাঙ্গণ

পরিচালক: ফাহাদ বিন আইয়ুব
সহ: প: মিজানুর রহমান মিলন
সহ: প: রায়হান আহমদ
সহ: প: আব্দুল আহাদ শুভ

কবি মতিউর রহমান মল্লিক প্রাঙ্গণ

পরিচালক : হিফজুর রহমান
সহ: প: মনোয়ার হোসাইন

কবি গোলাম মোহাম্মদ প্রাঙ্গণ

পরিচালক : বোরহান উদ্দিন
সহ: প:গোলাম মাওলা তাসিম


দিশারী শিল্পীগোষ্ঠীর ২য় ভিজ্যুয়াল অ্যালবাম "গোলাপকলি"র মোড়ক উন্মোচনের কিছু স্থিরচিত্র।

দিশারী শিল্পীগোষ্ঠীর ২য় ভিজ্যুয়াল অ্যালবাম "গোলাপকলি"র মোড়ক উন্মোচনের কিছু স্থিরচিত্র।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সমন্বিত সাংস্কৃতিক সংসদ 'সসাস' এর সম্মানিত চেয়ারম্যান 'ইয়াসিন আরাফাত'।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সমন্বিত সাংস্কৃতিক সংসদ 'সসাস' এর সম্মানিত নির্বাহী পরিচালক 'শাহাদাত হোসাইন','সসাস' এর বিশেষ উপদেষ্টা 'জমশেদ আলম
',দিশারী শিল্পীগোষ্ঠীর সম্মানিত চেয়ারম্যান
 'নজরুল ইসলাম'।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিশারী শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক 'মামুন হুসাইন' এবং উপনির্বাহী পরিচালক 'শাহ ফাহিম মাহমুদ'।

Saturday 11 August 2018

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক দিবস সম্পন্ন।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে  ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক দিবস সম্পন্ন
তাহমিদ অারমান; কাপ্তাই প্রতিনিধি :

অাজ শনিবার ১১ ই অাগস্ট কারিগরি বোর্ড এর অধীনে সকল পলিটেকনিক ইনস্টিউটিটে ওরিন্টেশন ক্লাস অনুষ্টিত হয়েছে।তারই ধারাবাহিকতায় অাজ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ওয়েন্টেশন ক্লাস ও অভিভাবক দিবস সকাল ১০ ঘটিকায় ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্টিত হয়।এতে অাব্দুল অালী এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রিন্সিপাল অাশুতোষ নাথ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রশাসক রুহুল অামিন,অন্যান্যদের মধ্যে অারো উপস্থিত ছিলেন প্রকৌশলী অাবৃদুল লতিফ পাটওয়ারী, প্রকৌশলী বিমল কান্তি,প্রকৌশলী সেলিম অাফরাদ,প্রকৌশলী খোরশেদ অালম প্রমুখ।

Friday 10 August 2018

দিশা


দিশা

আরমান বিন আবছার
------------------------------
ফুলে ফুলে সাজাও জীবন
ভূলে ভূলে নয়,
ফুল দিয়ে সাজালে জীবন
আসবেরে বিজয়।

যদি হয় ভূলে ভরা জীবন,
তবে নয়নে অশ্রু বয়,
ভূলে ভূলে সাজালে জীবন
আসে পরাজয়।
যদি হয় বুদ্ধিমান
ভূল করে একবার,
সে ভুল থেকে শিক্ষা নিয়ে
চালায় জীবনের দ্বার।
যদি হয় বেকুব
ভূল করে বারবার,
করে না সংশোধন
এরূপ জীবন করে পার।


Thursday 9 August 2018

এসেছিলাম সুইডিশে



এসেছিলাম সুইডিশে
অারমান বিন অাবছার
----------------------------------------

ঘর থেকে বের হয়েছিলাম
সুইডিশে অাসব বলে,
মা কে কথা দিয়েছিলাম
জ্ঞানের হাঁড়ি নিয়ে ফিরব ঘরে।
সেই অাশা বুকে নিয়ে
চড়ছিলাম অামি গাড়িতে,
কাছাকাছি এসে পড়েছিলাম
গুঁড়ি বৃষ্টির কবলে।
অানন্দ লাগছিল তখন
পাহাড়ের ঢালে বৃষ্টির দৃশ্য দেখে,
দেখতে দেখতে এসে পড়েছি
লগ গেইট সম্মুখে।
কিছু পথ হেঁটেছিলাম
গাড়ি থেকে নেমে,
দেখা মাত্র অাপন করে নিলাম
লাল দেওয়ালের এই ভুবনকে।

Wednesday 8 August 2018

অনুপমের সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ সম্পন্ন

অনুপমের সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ সম্পন্ন
তাহমিদ অারমান:

অনুপম শিল্পীগোষ্ঠী আয়জিত সাংষ্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ ।
অনুষ্ঠানে যারা যারা বক্তব্য প্রদান করেছেন।
প্রধান-অতিথিঃ -অধ্যাপক আ হ ম মোস্তাকুর রহমান (দত্তপাড়া ডিগ্রি কলেজ,লক্ষীপুর
বিশেষ-অতিথিঃ -জনাব শাহরিয়ার রহমান খোকন (ভাইস চেয়ারম্যান,অনুপম শিল্পীগোষ্ঠী)
                           -জনাব নুরুল আলম সাইফ (প্রকাশনা সম্পাদক,সসাস)
বিচারক_মন্ডলি) -মাওলানা শামছুল করিম
                            -আব্দুল বাতেন
                         -মাসুম বিল্লাহ
                         -মিরাজ হুসাইন
                       -মাওলানা আরিফ হুসাইন

Tuesday 7 August 2018

কখন পাব সোনার বাংলা?

তাহমিদ অারমান:
অাহত কর্মীদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে,
অাহত স্কুল পড়ুয়া ও সাংবাদিকরা কি মরবে?
এদেশে যারা অাহত করতে যায় তারা চিকিৎসা পায়,অার যারা অাহত হয় তারা চিকিৎসার অভাবে মরে।কেন যে এইদেশে অামার জন্ম?
ছোটবেলায় বইয়ের পাতায় পাতায় যা পড়েছি তা কি সব মিথ্যা কিংবা মরিচিকা।তার কিছুইতো দেখছি না।এদেশে কেউ লুটে খায়,অার কেউ ফুটে যায়।টাকা,কয়লা,সোনা,পাথর বাতাসে উড়ায়।না,বুজতে হবে অাপনাকে এটা উন্নয়নশীল দেশ।যে দেশের নেতারা নিজের দেশকে খেতে না পাওয়া ইন্ডিয়া,নেপাল,মায়ানমারের মত চিন্তা করে।জাপান,জার্মান ও অামেরিকার মত উন্নত হওয়ার চিন্তা বাদ রাখে।অামরা এমন একটা জাতি যারা সবসময় নিচু হতে চায়,উচুঁ হতে চায় না।সবসময় অধীন থাকতে চায় স্বাধীন হতে চায় না।অামাদেরকে একসময় ব্রিটিশরা শাসন করেছে,এরপর পাকিস্তান,এখন ইন্ডিয়া অামরা অার স্বাধীনতা পেলাম কোথায়?অার এইভাবে অধীনই কি থেকে যাব সারা জীবন।এই চিন্তা বাদ দাও।স্বাধীন হওয়ার চিন্তা কর হে বাঙালী জাতি।গর্জে উঠো অাবার।
এবারের সংগ্রাম,
স্বাধীনতার সংগ্রাম।
এবারের সংগ্রাম,
পরাধীনতার শৃঙ্খল থেকে বের হওয়ার সংগ্রাম।

পেকুয়া উপজেলা ছাত্রদলের অাংশিক কমিটি ঘোষণা

পেকুয়া উপজেলা ছাত্রদলের অাংশিক কমিটি ঘোষণা
তাহমিদ অারমান:

বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল পেকুয়া উপজেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।অাজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞতিতে কক্সবাজার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ফয়সাল মোশারফ ফয়েজ সাক্ষরিত  এই ঘোষণা প্রকাশ করা হয়।এতে  সোহেল অাজিম কে সভাপতি,এম ফরহাদ হোসাইন কে সেক্রেটারি ও এ.টি.এম জাহেদ কে সাংগঠনিক সম্পাদক করে পেকুয়া উপজেলা ছাত্রদলের অাংশিক কমিটি ঘোষণা করা হয়।কক্সবাজার জেলা সভাপতি রাসেদুল হক রাসেল ও জেলা সেক্রেটারি এড. মনির উক্ত কমিটি অনুমোদন করেন বলে জানা গেছে।এবং এতে ঘোষিত নতুন কমিটি অাজ থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।এবং অাগামী ৭দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।এর মাধ্যমে পূর্ববর্তী স্থগিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।এবং পেকুয়া উপজেলা ছাত্রদল কে গতিশীল ও সুসংগঠিত করার জন্য এই ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছেন।


Wednesday 1 August 2018

Tarakara was in the field at Andalone


Tahameed Arman:
Popular TV stars Tausif Mahbub, along with many other people, were also present in the field with the students demanding safe roads. They also slogan with school students at Viza Andolon in rains. Then they returned to their shooting because their popular TV star Tausif Mahbub said. Saqal Ahmad, Zakia Barhi Mom, Nadia Ahmad, Nabila Islam, Nausin Nahar They are also expected to join the Athalokanar at 11.30 pm on August.