জাতীয় কবিকে জেনে নিন

আজ ১১ জ্যৈষ্ঠ, শনিবার। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন।

মসজিদের হুজুরদের সরকারি বেতন দিতে হবে - ডাঃদীপু মনি

মসজিদের হুজুরদের যা বেতন তাতে রাতে যে মুসল্লিদের ঘরে চুরি করতে যায় না এটাই তো অস্টাশ্চার্য বিষয়

৫২ পণ্যে নিষেধাজ্ঞা

বাজার থেকে ৫২ পদের জিনিস ক্রয় করতে নিষেধাজ্ঞা এসেছে আদালত থেকে। কেউ আমার থেকে লিখিত নিয়ে যান, লিখে দিচ্ছি।

মা-বাবার করণীয়

সন্তানের প্রতি অাপনার (মা-বাবার) করণীয়ঃ ১. সন্তান গর্ভে থাকা অবস্থা মায়ের উচিত অাল্লাহকে ভয় করা,সুসন্তান কামনা করা,নিজে অাল্লাহর হুকুম পালন করা।বেশী বেশী নামাজ ও কুরঅান পড়া ভলো।

অাপনার পছন্দের বাসটি বেঁচে নিন!

১. গ্রীন লাইন ২. দেশ ট্রাভেল্স ৩. হানিফ ৪. ইনা ৫. স্টার লাইন

Friday 31 August 2018

পিস সম্মাননা পেলেন জাতীয় মুফাস্সির পরিষদ বাংলাদেশের ৩ অালেম

কাবার গিলাপ উপহার পেলেন,দেশের সুপরিচিত সুমধুর কন্ঠের তাফসীর কারক,ও স্কলার,মুহতারাম মিজানুর রহমান আজহারী৷
তিনজনকে এ সম্মাননা দেওয়া হলো:
ড,মুফতি আবুল কালাম আজাদ বাশার
মুহতারাম মাওলানা নাসির উদ্দিন হেলালী৷
এবং মিজানুর রহমান আজহারী৷

Wednesday 29 August 2018

নগর জামায়াতের আমীর শাহজাহানের ইমামতিতে মাওলানা ইউনুছের জানাযা, হাজারো জনতার ঢল

নগর জামায়াতের আমীর শাহজাহানের ইমামতিতে মাওলানা ইউনুছের জানাযা, হাজারো জনতার ঢল

চকরিয়া ও পেকুয়া (তথা অবিভক্ত চকরিয়া) উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মুহাম্মদ ইউনুসের জানাযা ২৯ আগস্ট সকাল ৯ টায় চকরিয়া পৌর ৩ নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্যারচর ফুলতলাস্থ, সিকদারপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত হাজার হাজার শোকার্ত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, জেলা ছাত্রশিববিরের সভাপতি রবিউল আলম, চকরিয়া পৌর আমীর অ্যাড. আহমদ হোছাইন, পেকুয়া উপজেলা আমীর আবুল কালাম আজাদ, চকরিয়া উত্তর আমীর মাওলানা ছাবের আহমদ, দক্ষিণ আমীর মোজাম্মেল হক। জানাযায় ইমামতি করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান। জানাযায় হাজার হাজার শোকার্ত জনতা অংশগ্রহণ করেন। উল্লেখ্য মরহুম মাওলানা মুহাম্মদ ইউনুছ গতকাল ২৮ আগস্ট বিকাল ৩.৩০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Monday 20 August 2018

মাদক মুক্ত সমাজ,বাংলাদেশ (মামুস) এর কার্যকরী কমিটি গঠিত

মাদক মুক্ত সমাজ,বাংলাদেশ (মামুস) এর কার্যকরী কমিটি গঠিত
তাহমিদ অারমান:


মাদক মুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে গঠিত মামুস এর কার্যকরী কমিটি গতকাল  এক নোটিশের মাধ্যমে জানানো হয়।কমিটির কার্যকাল  অাগামী ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বলে নোটিশে উল্লেখ করা হয় এবং কমিটি ঘোষণার পর থেকে নতুন কমিটি কার্যকর বলে ঘোষণা করা হয়।
কার্যকরী কমিটির সদস্যরা যথাক্রমেঃ-
সভাপতিঃ তাহমিদ অারমান
সাধারণ সম্পাদকঃ গাজী মুহাম্মদ ফয়সাল
সাংগঠনিক সম্পাদকঃ রানা চৌধুরী
দপ্তর সম্পাদকঃ মুহাম্মদ শামীম
অর্থ সম্পাদকঃ অালী হাসান মুহাম্মদ মুজাহিদ
প্রচার সম্পাদকঃ কাইমুল ইসলাম ছোটন
সমাজসেবা সম্পাদকঃ মুহাম্মদ গোফরান
অাইসিটি সম্পাদকঃ তৌহিদুল ইসলাম

রাঙামাটিতে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের নগদ অর্থ বিতরণ

গত ১১/৬/২০১৮ তারিখে নানিয়ারচর উপজেলায় ভয়াবহ পাহাড় ধ্বসে নিহত পরিবারের কাছে নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গামাটি জেলা।

  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ  ও সমাজ সেবক জামায়াত ইসলামী রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম,  বিশেষ অতিথি ছিলেন পৌরসভা জামায়াতের সেক্রেটারী আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সভাপতি বিশিষ্ট ছাত্রনেতা শামশুদ্দীন ইবনে হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নিহতদের মধ্য থেকে নিহতদের পরিবার ও ইউপি মেম্বার রত্না চাকমা সহ অন্যান্য স্বজনরা উপস্থিত ছিলেন।

Wednesday 15 August 2018

উনি কে চিনেন?

উনি কে চিনেন?
উনি হচ্চেন ইসলামী শিক্ষা জগতের একজন অভিভাবক।

 অাজকে যারা দেশ চালাচ্ছে কিংবা দেশের বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করছে অনেকে উনার ছাত্র কিংবা ছাত্রের মত।উনার কি অপরাধ? উনার অপরাধ একটাই উনি ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষের লোক।তাই অাজকে হায়েনার দল তাকে দঁড়ি বেঁধে নিয়ে যাচ্ছে।অার যারা ইসলামী শিক্ষার বিপরীত শিক্ষা ব্যবস্থা তথা বাম শিক্ষা ব্যবস্থার লোক তাদেরকে প্রশাসন গার্ড দেয়।এদেশে জাফর ইকবালের মত বাম শিক্ষাবিদের মূল্য অাছে।ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষের লোকের এদেশে ঠিকানা হল চৌদ্দ শিক।ছবিতে যাকে দেখছেন উনি হল বাংলাদেশের ইসলামী শিক্ষাঙ্গনের সর্বোচ্চ বিদ্যাপীঠ তামীরুল মিল্লাতের অভিভাবক।যেই মাদ্রাসা থেকে শত শত অালেম জন্ম দেওয়া হয়।এটি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গতবছর কয়েক অাগে একসাথে ৮৫ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।হে অাল্লাহ! প্রিয় অালেমকে অামাদের মাঝে ফিরিয়ে দিন।অামিন।

Tuesday 14 August 2018

রাঙামাটি জেলা অাইনজীবী সমিতির সাবেক সভাপতি অসুস্থ

রাঙামাটি অাইনজীবী সমিতির সাবেক সভাপতি রাঙামাটি ইসলামিক সেন্টারের চেয়ারম্যান অামাদের মামলার অাইনজীবী অ্যাডভোকেট মোক্তার অাহমেদ অসুস্থ অবস্থায় অাইসিইউতে ভর্তি অাছেন।সকলের কাছে দোয়া চেয়েছেন।
অাল্লাহ তাকে সুস্থতা দান করুক ও নেক হায়াত দিক।অামিন।

Monday 13 August 2018

দিশারী শিল্পীগোষ্ঠীর সেটআপ সম্পন্ন

২০১৮ সেশনের বাকী সময়ের জন্য 
দিশারী শিল্পীগোষ্ঠীর সেটআপ
সম্পন্য হয়েছে

পরিচালক:তাসনীম যায়েদ
সহ: প: ইমরান আনসারী


অর্থ সম্পাদক: সাহানুর রহমান
অফিষ সম্পাদক: জুনায়েদ সিদ্দিকী
সাহিত্য সম্পাদক:রেজাউল করিম
থিয়েটার বিষয়ক সম্পা:আব্দুল হানিফ খান
প্রকাশনা সম্পাদক: তালহা বিন শফিক

সংগীত বিভাগ

পরিচালক: তাওহীদ সুফিয়ান
সহ:প: আং হাদী চৌ:

থিয়েটার বিভাগ

পরিচালক: শামসোজ্জামান মাহবুব
সহ: প:  তারেক আনোয়ার শিকদার
সহ: প: হাদিয়ুন নাহিয়ান চৌ:
সহ: প: তানভীর ঘোরী

শিশু বিভাগ

পরিচালক: শুয়াইবুর রহমান
সহ: প: ফাহাদ বিন আইয়ুব

কবি ফররুখ প্রাঙ্গণ

পরিচালক: ফাহাদ বিন আইয়ুব
সহ: প: মিজানুর রহমান মিলন
সহ: প: রায়হান আহমদ
সহ: প: আব্দুল আহাদ শুভ

কবি মতিউর রহমান মল্লিক প্রাঙ্গণ

পরিচালক : হিফজুর রহমান
সহ: প: মনোয়ার হোসাইন

কবি গোলাম মোহাম্মদ প্রাঙ্গণ

পরিচালক : বোরহান উদ্দিন
সহ: প:গোলাম মাওলা তাসিম


দিশারী শিল্পীগোষ্ঠীর ২য় ভিজ্যুয়াল অ্যালবাম "গোলাপকলি"র মোড়ক উন্মোচনের কিছু স্থিরচিত্র।

দিশারী শিল্পীগোষ্ঠীর ২য় ভিজ্যুয়াল অ্যালবাম "গোলাপকলি"র মোড়ক উন্মোচনের কিছু স্থিরচিত্র।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সমন্বিত সাংস্কৃতিক সংসদ 'সসাস' এর সম্মানিত চেয়ারম্যান 'ইয়াসিন আরাফাত'।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সমন্বিত সাংস্কৃতিক সংসদ 'সসাস' এর সম্মানিত নির্বাহী পরিচালক 'শাহাদাত হোসাইন','সসাস' এর বিশেষ উপদেষ্টা 'জমশেদ আলম
',দিশারী শিল্পীগোষ্ঠীর সম্মানিত চেয়ারম্যান
 'নজরুল ইসলাম'।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিশারী শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক 'মামুন হুসাইন' এবং উপনির্বাহী পরিচালক 'শাহ ফাহিম মাহমুদ'।

Saturday 11 August 2018

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক দিবস সম্পন্ন।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে  ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক দিবস সম্পন্ন
তাহমিদ অারমান; কাপ্তাই প্রতিনিধি :

অাজ শনিবার ১১ ই অাগস্ট কারিগরি বোর্ড এর অধীনে সকল পলিটেকনিক ইনস্টিউটিটে ওরিন্টেশন ক্লাস অনুষ্টিত হয়েছে।তারই ধারাবাহিকতায় অাজ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ওয়েন্টেশন ক্লাস ও অভিভাবক দিবস সকাল ১০ ঘটিকায় ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্টিত হয়।এতে অাব্দুল অালী এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রিন্সিপাল অাশুতোষ নাথ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রশাসক রুহুল অামিন,অন্যান্যদের মধ্যে অারো উপস্থিত ছিলেন প্রকৌশলী অাবৃদুল লতিফ পাটওয়ারী, প্রকৌশলী বিমল কান্তি,প্রকৌশলী সেলিম অাফরাদ,প্রকৌশলী খোরশেদ অালম প্রমুখ।

Friday 10 August 2018

দিশা


দিশা

আরমান বিন আবছার
------------------------------
ফুলে ফুলে সাজাও জীবন
ভূলে ভূলে নয়,
ফুল দিয়ে সাজালে জীবন
আসবেরে বিজয়।

যদি হয় ভূলে ভরা জীবন,
তবে নয়নে অশ্রু বয়,
ভূলে ভূলে সাজালে জীবন
আসে পরাজয়।
যদি হয় বুদ্ধিমান
ভূল করে একবার,
সে ভুল থেকে শিক্ষা নিয়ে
চালায় জীবনের দ্বার।
যদি হয় বেকুব
ভূল করে বারবার,
করে না সংশোধন
এরূপ জীবন করে পার।


Thursday 9 August 2018

এসেছিলাম সুইডিশে



এসেছিলাম সুইডিশে
অারমান বিন অাবছার
----------------------------------------

ঘর থেকে বের হয়েছিলাম
সুইডিশে অাসব বলে,
মা কে কথা দিয়েছিলাম
জ্ঞানের হাঁড়ি নিয়ে ফিরব ঘরে।
সেই অাশা বুকে নিয়ে
চড়ছিলাম অামি গাড়িতে,
কাছাকাছি এসে পড়েছিলাম
গুঁড়ি বৃষ্টির কবলে।
অানন্দ লাগছিল তখন
পাহাড়ের ঢালে বৃষ্টির দৃশ্য দেখে,
দেখতে দেখতে এসে পড়েছি
লগ গেইট সম্মুখে।
কিছু পথ হেঁটেছিলাম
গাড়ি থেকে নেমে,
দেখা মাত্র অাপন করে নিলাম
লাল দেওয়ালের এই ভুবনকে।

Wednesday 8 August 2018

অনুপমের সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ সম্পন্ন

অনুপমের সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ সম্পন্ন
তাহমিদ অারমান:

অনুপম শিল্পীগোষ্ঠী আয়জিত সাংষ্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ ।
অনুষ্ঠানে যারা যারা বক্তব্য প্রদান করেছেন।
প্রধান-অতিথিঃ -অধ্যাপক আ হ ম মোস্তাকুর রহমান (দত্তপাড়া ডিগ্রি কলেজ,লক্ষীপুর
বিশেষ-অতিথিঃ -জনাব শাহরিয়ার রহমান খোকন (ভাইস চেয়ারম্যান,অনুপম শিল্পীগোষ্ঠী)
                           -জনাব নুরুল আলম সাইফ (প্রকাশনা সম্পাদক,সসাস)
বিচারক_মন্ডলি) -মাওলানা শামছুল করিম
                            -আব্দুল বাতেন
                         -মাসুম বিল্লাহ
                         -মিরাজ হুসাইন
                       -মাওলানা আরিফ হুসাইন

Tuesday 7 August 2018

কখন পাব সোনার বাংলা?

তাহমিদ অারমান:
অাহত কর্মীদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে,
অাহত স্কুল পড়ুয়া ও সাংবাদিকরা কি মরবে?
এদেশে যারা অাহত করতে যায় তারা চিকিৎসা পায়,অার যারা অাহত হয় তারা চিকিৎসার অভাবে মরে।কেন যে এইদেশে অামার জন্ম?
ছোটবেলায় বইয়ের পাতায় পাতায় যা পড়েছি তা কি সব মিথ্যা কিংবা মরিচিকা।তার কিছুইতো দেখছি না।এদেশে কেউ লুটে খায়,অার কেউ ফুটে যায়।টাকা,কয়লা,সোনা,পাথর বাতাসে উড়ায়।না,বুজতে হবে অাপনাকে এটা উন্নয়নশীল দেশ।যে দেশের নেতারা নিজের দেশকে খেতে না পাওয়া ইন্ডিয়া,নেপাল,মায়ানমারের মত চিন্তা করে।জাপান,জার্মান ও অামেরিকার মত উন্নত হওয়ার চিন্তা বাদ রাখে।অামরা এমন একটা জাতি যারা সবসময় নিচু হতে চায়,উচুঁ হতে চায় না।সবসময় অধীন থাকতে চায় স্বাধীন হতে চায় না।অামাদেরকে একসময় ব্রিটিশরা শাসন করেছে,এরপর পাকিস্তান,এখন ইন্ডিয়া অামরা অার স্বাধীনতা পেলাম কোথায়?অার এইভাবে অধীনই কি থেকে যাব সারা জীবন।এই চিন্তা বাদ দাও।স্বাধীন হওয়ার চিন্তা কর হে বাঙালী জাতি।গর্জে উঠো অাবার।
এবারের সংগ্রাম,
স্বাধীনতার সংগ্রাম।
এবারের সংগ্রাম,
পরাধীনতার শৃঙ্খল থেকে বের হওয়ার সংগ্রাম।

পেকুয়া উপজেলা ছাত্রদলের অাংশিক কমিটি ঘোষণা

পেকুয়া উপজেলা ছাত্রদলের অাংশিক কমিটি ঘোষণা
তাহমিদ অারমান:

বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল পেকুয়া উপজেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।অাজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞতিতে কক্সবাজার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ফয়সাল মোশারফ ফয়েজ সাক্ষরিত  এই ঘোষণা প্রকাশ করা হয়।এতে  সোহেল অাজিম কে সভাপতি,এম ফরহাদ হোসাইন কে সেক্রেটারি ও এ.টি.এম জাহেদ কে সাংগঠনিক সম্পাদক করে পেকুয়া উপজেলা ছাত্রদলের অাংশিক কমিটি ঘোষণা করা হয়।কক্সবাজার জেলা সভাপতি রাসেদুল হক রাসেল ও জেলা সেক্রেটারি এড. মনির উক্ত কমিটি অনুমোদন করেন বলে জানা গেছে।এবং এতে ঘোষিত নতুন কমিটি অাজ থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।এবং অাগামী ৭দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।এর মাধ্যমে পূর্ববর্তী স্থগিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।এবং পেকুয়া উপজেলা ছাত্রদল কে গতিশীল ও সুসংগঠিত করার জন্য এই ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছেন।


Wednesday 1 August 2018

Tarakara was in the field at Andalone


Tahameed Arman:
Popular TV stars Tausif Mahbub, along with many other people, were also present in the field with the students demanding safe roads. They also slogan with school students at Viza Andolon in rains. Then they returned to their shooting because their popular TV star Tausif Mahbub said. Saqal Ahmad, Zakia Barhi Mom, Nadia Ahmad, Nabila Islam, Nausin Nahar They are also expected to join the Athalokanar at 11.30 pm on August.