Monday 20 May 2019

বিসিএস সভাপতির সালমান এফ রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ

বিসিএস সভাপতির সালমান এফ রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ

গণতন্ত্রের মানসকন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং একাদশ জাতীয় সংসদ সদস্য জনাব আহমেদ সালমান ফজলুর রহমানের (এম.পি) (সালমান এফ রহমান) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি জনাব মো. শাহিদ-উল-মুনীর, মহাসচিব জনাব মোশারফ হোসেন সুমন এবং কোষাধ্যক্ষ জনাব মো. জাবেদুর রহমান শাহীন।

সোমবার বেলা ১১ টায় মাননীয় উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিসিএস কার্যকরী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বিসিএস এর সভাপতির কাছে কম্পিউটার ব্যবসায়ীদের ব্যবসার অবস্থান, সমস্যা এবং চলমান কার্যক্রম সম্পর্কে দীর্ঘক্ষণ ধরে বিস্তারিত বক্তব্য শোনেন। বক্তব্য শেষে তিনি ব্যবসায়ীদের উন্নয়নের দিক নির্দেশনাসহ বিসিএসকে সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারেও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

প্রসঙ্গত, মাননীয় উপদেষ্টা সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রথম সদস্য প্রতিষ্ঠান।

0 comments:

Post a Comment