জাতীয় কবিকে জেনে নিন

আজ ১১ জ্যৈষ্ঠ, শনিবার। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন।

মসজিদের হুজুরদের সরকারি বেতন দিতে হবে - ডাঃদীপু মনি

মসজিদের হুজুরদের যা বেতন তাতে রাতে যে মুসল্লিদের ঘরে চুরি করতে যায় না এটাই তো অস্টাশ্চার্য বিষয়

৫২ পণ্যে নিষেধাজ্ঞা

বাজার থেকে ৫২ পদের জিনিস ক্রয় করতে নিষেধাজ্ঞা এসেছে আদালত থেকে। কেউ আমার থেকে লিখিত নিয়ে যান, লিখে দিচ্ছি।

মা-বাবার করণীয়

সন্তানের প্রতি অাপনার (মা-বাবার) করণীয়ঃ ১. সন্তান গর্ভে থাকা অবস্থা মায়ের উচিত অাল্লাহকে ভয় করা,সুসন্তান কামনা করা,নিজে অাল্লাহর হুকুম পালন করা।বেশী বেশী নামাজ ও কুরঅান পড়া ভলো।

অাপনার পছন্দের বাসটি বেঁচে নিন!

১. গ্রীন লাইন ২. দেশ ট্রাভেল্স ৩. হানিফ ৪. ইনা ৫. স্টার লাইন

Thursday 30 May 2019

জয়ার না পারাটাই কি দলের গায়ে উঠবে!

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেলো লন্ডনে। লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে দ্য মলে অনুষ্ঠিত এই আয়োজনে ব্যাটিং করতে দেখা যায় বিভিন্ন দেশের তারকাদের।

 বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসানও ছিলেন এই আয়োজনে।
সকল কে এক ওভার করে বল করা হয়,৬টি বলের মধ্যে ১টি বলও লাগাতে পারেনি জয়া।তার সাথে ছিলেন রাজ্জাকও।তাই উদ্বোধনী অনুষ্ঠানে জয়ার পারপরমেন্সের উপর বাংলাদেশ ৯ নাম্বার হয়েছে।বিশ্লেষকরা ভাবছেন জয়ার না পারাটাই কি দলের ভাগ্যে উঠবে!

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পিলার গায়েব করেছেন সরকারদলীয় নেতা

দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মূল একটি পিলার রাতের আঁধারে গায়েব করে ফেলার অভিযোগ উঠেছে। জানা গেছে, সরকারদলীয় একজন নেতা তার স্ত্রীর মালিকানাধীন দোকানের পরিসর বাড়াতে গিয়ে এ অপকর্মটি করেছেন। 

একইসাথে পিলারের সাথে যুক্ত ১৫ ফুটের একটি দেয়ালও ভেঙ্গে ফেলা হয়েছে। দেশের ঐতিহাসিক স্থাপনা বায়তুল মোকাররমের ভার বহনকারী মূল পিলার হচ্ছে দু’টি। এই দুটি পিলারের ওপরেই মসজিদ ভবনের পুরোপুরি লোড নেয়া হয়। বায়তুল মোকাররম মসজিদ ভবনের নিচের মার্কেটে স্ত্রীর মালিকানাধীন দোকানের আয়তন বড় করতে রাতের আঁধারে ওই দুটি পিলারের একটি ও ১৫ ফুট দেয়াল ভেঙ্গে ফেলেন মো. সোহরাব হোসেন গাজী। তিনি আওয়ামী লীগের বায়তুল মোকাররম ইউনিট সভাপতি। এই ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গত ২৪ অক্টোবর পল্টন থানায় সাধারণ ডায়েরি করেন বায়তুল মোকাররম মসজিদ ও মার্কেটের সিকিউরিটি সুপারভাইজার মো. নুরুল হক। তাছাড়া ঘটনা তদন্তে একাধিক তদন্ত কমিটি গঠন করা হলেও কাজের কাজ কিছু হয়নি। উপরোল্লিখিত দোকানটির ভেতরে ২৪.৭৭ বর্গফুট ব্যাসের একটি লোড বিয়ারিং পিলার ছিল। সম্পূর্ণ অবৈধভাবে পিলারটি অপসারণ করা হয়। এ পিলারের সঙ্গে সংযুক্ত ১৫ ফুট লোড বিয়ারিং দেয়ালটিও ভেঙে ফেলা হয়েছে। যে পিলারটি ভেঙে ফেলা হয়েছে এটির সমান্তরালে উত্তর পাশে আরেকটি পিলার রয়েছে। মূলত এ দুটি পিলারের উপরই মসজিদ ভবনটির লোড পড়েছে। পিলার ও দেয়াল অপসারণের ফলে মূল মসজিদ ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে। যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।

নাটক করার ইচ্ছে ছিলো হয়ে গেলাম শিক্ষীকা

নাটক করার ইচ্ছে ছিলো হয়ে গেলাম শিক্ষীকা।
পাহাড় সব সময় অবহেলায় আচ্ছন্ন থাকে। শতাব্দিকাল জুড়ে পাহাড়ের সাথে অবহেলা নামক স্বত্তাটির আত্মিক সম্পর্ক। কিন্তু তারপরও পাহাড়ে কিছু কিছু ঘটনার সৃষ্টি হয়, যে ঘটনা অন্ধকার পাহাড়কে আলোকিত করে। সেই আলোয় বিচ্ছুরণ ঘটে পাহাড় জুড়ে।

পাহাড়ের কেউ যখন সাফল্যের পথ দেখায় তখন পাহাড়ের বাসিন্দারা গর্বিতবোধ করেন, আনন্দে উচ্ছ্বাসিত হন এবং সেই সফলতায় উৎসব পালন করেন। পাহাড়ের এমনি একজন কন্যা মেধার প্রকাশ ঘটিয়ে চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয়ে লেকচারার হিসেবে জায়গা করে নিয়েছেন আপন মহিমায়। তার এমন সফলতায় পাহাড়ের শিক্ষার্থীদের মধ্যে আনন্দের ফোয়ারা বয়ে যাচ্ছে। তিনি এখন পাহাড়ের শিক্ষার্থীদের রোল মডেল।
এতক্ষণ যার কথা বলছিলাম তিনি হলেন, রাঙামাটির লংগদু উপজেলার বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের মেধাবী ছাত্রী লতিফা ইয়াসমিন সুমা। বাবা মৃত ইউসুফ আলী খান স্থানীয় ব্যবসায়ী এবং মা গৃহিনী। চার ভাইবোনের মধ্যে তিনি সেজো। তার স্বামী শামীম হাসান একই বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
সুমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা বিভাগে অনার্স-মাস্টার্স বিভাগে ২০১০-১১ শিক্ষা বর্ষে প্রথম শ্রেণী পেয়েছেন। এরপর ওই বিশ্ববিদ্যালয়ে ওই বিভাগে লেকচারার হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন তিনি।
একান্ত সাক্ষাৎকারে সুমা বলেন, ধ্যানে-জ্ঞানে নাটক আমার স্বত্তা জুড়ে লেগেছিলো। তাইতো নাটক করার ইচ্ছে ছিলো সেই পড়াকালীন সময় থেকে। কিন্তু কিভাবে শিক্ষীকা হয়ে গেলাম তা এখনো শিহরণ জাগে না। নিয়োগ দেখলাম, পরিক্ষায় অংশ নিলাম ব্যাস শিক্ষীকা হয়ে গেলাম।
সুমা বলেন, পাহাড়ের বেশির ভাগ মানুষ পিছিয়ে রয়েছে। মানুষগুলোর সাথে শিক্ষার্থীরাও। আর যখন পাহাড়ের কোন শিক্ষার্থী কোন বড় স্থানে জায়গা করে নেয় তখনি মনটা গর্বে বড় হয়ে যায়। আমি জানি পাহাড়ের শিক্ষার্থীরা জেলা বাইরে গিয়ে কত কষ্ট সহ্য করে লেখা-পড়া করে।
সুমা আরও বলেন, আমি নাটককে ভালবাসি। যে কারণে নাট্যকলা বিভাগে ভর্তি হয়েছিলাম। আর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমাদের লংগদু উপজেলার ‘পাহাড়ি হাট’ নিয়ে একটি শর্ট ফিল্ম বানিয়েছিলাম। অসংখ্য মানুষের ভালবাসা পেয়েছি ফিল্মটি তৈরি করে। প্রশংসা কুঁড়িয়েছি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকেও। তবে ফিল্মটি নিয়ে কোন প্রতিযোগিতায় অংশ নেয়নি।
চবিতে সদ্য নিয়োগ পাওয়া শিক্ষিকা সুমা জানান, আমি যেখানে থাকি, যে অবস্থানে থাকি, মনটা পাহাড়ে পড়ে থাকে। তাই পাহাড়ের যে কোন শিক্ষার্থী যদি চবিতে লেখা-পড়া করতে চাই এবং আমার সহযোগিতা কামনা করেন তাহলে আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুমার নিয়োগ হওয়ায় পাহাড়ি অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন। তারাও সুমার পথ অনুসরণ করতে চাই।

আবারও গর্জে উঠেছেন ওয়াইসী!

দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ থেকে ৪র্থ বারের মতো নির্বাচিত লোকসভার সাংসদ ব্যারিস্টার আসাদুদ্দীন ওয়াইসী নির্বাচন পরবর্তী সহিংসতায় বিভিন্ন স্থানে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে সিংহের মতো গর্জে উঠেছেন !

এ ভারত কার? মুসলমানদের । যেখানে মুসলমানরা ১,০০০ বছর শাসন করেছিল। সেখানে মুসলমানরা মাথা নিচু করে থাকবে, এটাকি মগের মুল্লুক ? 
এই ভারতে একটা মুসলমান বেচে থাকতে কোনো জালিমের কাছে মাথা নতো হবে না। 

Wednesday 29 May 2019

মাতবর হোটেলে ফ্রী সেহেরি খাওয়ান হোটেল মালিক

গত পরশুদিন হানিফ পরিবহনে করে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলাম, পথে সেহেরীর সময় হওয়াতে বাস বরিশালের গৌরনদী বাসস্টান্ডে থামায় এক হোটেলের সামনে,

হোটেলের মালিক সামনে দাড়িয়ে সবাইকে সেহেরী করার জন্য ডাকছিলো অামি গিয়ে জিজ্ঞেস করলাম মামা মেনুতে কি অাছে? তিনি হাসি দিয়ে বললেন অাল্লাহ যা তৌফিকে রাখছে ভিতরে অাসেন বাবা,
পরে ভিতরে বসে অর্ডার দিতে গিয়ে শুনি সেহেরী সম্পুর্ন ফ্রি, কোন টাকা দিতে হবে না, ডাল ভাত অার যে কোন ১অাইটেমের তরকারি নিতে পারবে,
অামাদের বাস ছাড়াও অারো ৩ টা বাসের যাত্রি তখন খেতে এসেছে, মেনুতে ছিলো মুরগীর মাংস, খাসির মাংস, শিং মাছ, রুই মাছ ও মৃগেল মাছ। রান্না অার ব্যবহারও অনেক ভালো ছিলো সবার। খাওয়া শেষে মালিক অাবদুল রশিদ সাহেব কে জিজ্ঞেস করলাম এমন অাপ্যায়নের কারন কি?
তিনি উত্তর দিলেন ১১ মাস তো ব্যবসা করি রমজান মাসে যদি রোজাদারদের খেদমত না করি তাহলে অামি কেমন মুসলিম। সত্যি অাজও তাদের মত ভালো মনের মানুষরা অাছে।

গুগলের প্রডাক্টসগুলো জেনে নিই

আমরা জানি গুগলের অনেক গুলো প্রডাক্টস রয়েছে সেগুলো কি তা আজ জানব(ভিডিও)
দেখতে লিঙ্ক এ কিল্ক করুনঃ
https://www.youtube.com/watch?v=nYvyz6QLWR8

Monday 27 May 2019

মুসলমানদের ভারত জয়!

২,৮৬,১৮৬ ভোটের বিশাল ব্যবধানে বিজেপি প্রার্থী ডাঃ ভগওয়ান্ত রাওকে পরাজিত করে ৪র্থ বারের মত হায়দ্রাবাদ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন ভারতের নিপীড়িত মুসলিমদের কন্ঠস্বর ব্যারিষ্টার আসাদউদ্দীন ওয়াইসী।

এবার সুইডিশের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ উপাধ্যক্ষ হলেন,সুইডিশেরই ছাত্র!

এবার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন অত্র  ইনিস্টিউটের সিভিল(উড) ডিপার্টমেন্টের  প্রাক্তন ছাত্র অাব্দুল মতিন হাওলাদার।

এর অাগে তিনি একই ইনিস্টিউটের সিভিল (উড)  ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন।এরপর তিনি কারিগরি বোর্ডেও দায়িত্ব পালন করেন।সর্বশেষ তিনি রাজশাহী মহিলা পলিটেকনিকের   উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।কারিগরি বোর্ডের নোটিশ মোতাবেক তিনি অাগামী মাসের ২০ তারিখ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ(অতিরিক্ত দায়িত্ব সহকারে) হিসেবে দায়িত্ব পালন করবেন। 

Sunday 26 May 2019

হাতিরঝিলের গল্প-সম্পাদকীয়

অাজ বিকেলে হাতিরঝিলের শীতল বাতাস নিতে হাতিরঝিল গেলাম।স্লেপে অামার মত করে বসে অাছি।শহরে তো ফ্রেশ বাতাস পাওয়া যায় না।তারপরও কি অার করার! কথায় অাছে না,দুধের স্বাদ ঘোলে মিটানো!

 নিজেকে নিয়ে চিন্তা করছিলাম। হঠাৎ কিছু শব্দ কানে অাসলো! গাঢ়টা ফিরাতেই দেখি একটা ছেলে একটা মেয়েকে থাপ্পড় মারতেছে। থাপ্পড় খাওয়ার পর হঠাৎ দেখলাম মেয়েটা হাটু গেঁড়ে বসে গেল। দৃশ্যটা দেখে নিজেকে অার রাখতে পারলাম না।এগিয়ে গেলাম ঘটনাস্থলে,দেখছি অামার সাথে অারো কিছু মানুষ পিছন পিছন অাসতে লাগল! ছেলের কাছে জিজ্ঞেস করলাম,কি হয়েছে বলল কিছু না! অামিতো জানি তারপরও জিজ্ঞেস করা অারকি! মেয়েটা দেখি বেহুঁশ হয়ে গেল! ঘটনাস্থলের একজন মহিলার কাছে পানি ছিল।মেয়েটা কে পানি দিয়ে হুঁশ ফিরানো হলো। একজন সেনাবাহিনী অাসলোঃ
তিনি ছেলে টা কে বলল,এই ছেলে রমজানের এগুলো করে বেড়াও না! তোমার মা-বাবা তোমাকে শিক্ষা দেয়নি।অামি দূর থেকে সব দেখেছি বলে একটা থাপ্পড় দিল ছেলেটাকে। অার বলল এগুলো করলে এখানে অাসবা না! যাও এখন চলে যাও! এই বলে তিনি একটা রিক্সা ডেকে দুজন কে রিক্সাই তুলে দিল।
ছেলেটাকে থাপ্পড় মারাটা অামার খুব ভালো লেগেছিল!
কারণ,এই ধরণের সম্পর্কের ফসলগুলো ডাস্টবিনে যায়! হয় কুকুরের খোরাক!!
চলুন রমজান থেকে শিক্ষা নিই,অশ্লীলতা থেকে দূরে থাকি!

Saturday 25 May 2019

জাতীয় কবিকে জেনে নিন

আজ ১১ জ্যৈষ্ঠ, শনিবার। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন।

তিনি ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহন করেন।বাবার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। দরিদ্র পরিবারে জন্মের পর দুঃখ-দারিদ্র্য ছিল তাঁর নিত্যসঙ্গী। তাঁর ডাকনাম ছিল দুখু মিয়া।তাকে ১৯৭২সালের ২৪মে জাতীয় কবি হিসেবে  স্বীকৃতি  দেওয়া হয়।তিনি  ২৯ আগষ্ট, ১৯৭৬; ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ মৃত্যুবরণ করেন ।

Friday 24 May 2019

এলো মাহে রমজান-কবিতা

এলো মাহে রমজান
অারমান বিন অাবছার

এলো মাহে রমজান
রহমত,মাগফিরাত,নাজাত নিয়ে,
চাও তুমি রবের কাছে
দিল উজার করে দিয়ে।
এলো মাহে রমজান
সেহেরী ও ইফতার নিয়ে,
জীবন তোমার সাজাও
সময়ের মূল্য দিয়ে।
এলো মাহে রমজান
লাইলাতুল ক্বদর নিয়ে,
মাফ করে নাও সকল গুনাহ
গফুর কে বলে।
এলো মাহে রমজান
কুরঅানের মাস হয়ে,
জীবন তোমার গড়
কুরঅান-সুন্নাহ দিয়ে।

একজন প্রেসিডেন্টের ঈদ শপিং,সত্যিই শুনে অবাক হবেন!

প্রেসিডেন্ট হযরত উমর(রা)এর ঈদ শপিং!!!শিক্ষনীয় একটি ঘটনাঃযেমন প্রেসিডেন্ট,তেমন অর্থমন্ত্রী।


প্রেসিডেন্ট উমর ইবনে আল খাত্তাব (রা) ২৩শে আগষ্ট ৬৩৪ থেকে ৩রা নভেম্বর ৬৪৪ সাল পর্যন্ত আরবের (দ্বিতীয় খলিফা হিসাবে) দায়িত্ব পালন করেন।

প্রায় অর্ধেক পৃথিবীর শাসক উমর (রা) এর খিলাফতের প্রথম দিকে আবু উবাইদা (রা) তখন অর্থমন্ত্রী হিসাবে রাষ্ট্রীয় কোষাগার দেখাশুনা করতেন।

ঈদের আগের দিন প্রেসিডেন্ট উমরের (রা) স্ত্রী নিজ স্বামীকে বললেন, ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে’।

আরব জাহানের শাসক প্রেসিডেন্ট উমর (রা) বললেন, ‘আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই’।

পরে প্রেসিডেন্ট উমর (রা) তার অর্থমন্ত্রী আবু উবাইদা (রা) কে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন।

সমগ্র মুসলিম জাহানের প্রেসিডেন্ট যিনি, যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন, তাঁর এ ধরণের চিঠি পেয়ে আবু উবাইদার (রা) চোখে পানি এসে গেল। উম্মতে আমীন আবু উবাইদা (রা) বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, ‘আমীরুল মুমিনীন! অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে।

প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না?
দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’

চিঠি পাঠ করে প্রেসিডেন্ট উমর (রা) কোন প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেলো। আর হাত তুলে আবু উবাইদার (রা) জন্য দোয়া করলেন- একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে।

জাতীয় প্রেসক্লাবে ইসলাম প্রচার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় প্রেসক্লাবে ইসলাম প্রচার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


গতকাল ২৩ মে ১৭ রমজান  বৃহস্পতিবার  বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা অডিটোরিয়ামে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও
ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দীয় কমিটির সভাপতি বরেণ্য আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবুবকর সিদ্দীক আদদাঈ এর সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক মাওলানা ইমাম হাসান নাসেরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আবু নোমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের মুকামিয়া দরবারের সম্মানিত পীর ও করুণা  মুকামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা  মাহমুদুল হাসান ফেরদৌস আল মাদানী।
প্রধান বক্তা ছিলেন মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা ডঃ নজরুল ইসলাম আল মারুফ আল মাদানী।
বিশেষ অতিথি ছিলেন মাদানী নগর মাদরাসার প্রধান মুফতি শায়খুল হাদীস আল্লামা মুফতি বশির উল্লাহ, ছারছীনা দরবার শরীফের ছোট পীর শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, মাতৃভাষায় কুরআন চর্চা পরিষদের সভাপতি শাহ মুহাম্মাদ ফরিদ হাসান খান,   উত্তর বাড্ডা কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা বদিউল আলম সরকার এবং জমিয়াতুল মুফাসসিরীন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসাইন।
স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন  আল্লামা নূরুল ইসলাম কাসেমী।
বক্তব্য রাখেন এডভোকেট আব্দুর রাজ্জাক, হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ সিরাজী, মুফতি গোলাম কবির চৌধুরী আল আযহারী, মুফতি হাফেজ মুহাম্মাদ যাকারিয়া,  মুফতি সাদিক মুহম্মদ ইয়াকুব আল আযহারী, মালয়েশিয়ার আহবায়ক  মাওলানা মাহবুবুর রহমান আল আযহারী,  মুফতি উযায়ের আমীন, ডঃ মাওলানা পেয়ার আহমদ,  মোসাদ্দেক হোসেন, মাওলানা ওমর ফারুক রাহমানী,  ডঃ নূরুল আমীন জসিম, মাওলানা সারওয়ার হোসাইন ইয়াকুবী, মুহাদ্দিস মাওলানা মাহবুল্লাহ, অধ্যক্ষ মাওলানা আলী হায়দার নিজামী, ক্বারী মাওলানা খন্দকার শহীদুল হক, ক্বারী মাওলানা মাহদী হাসান কাওসারী, হাফেজ মাওলানা মুফতি মুসা আল মাযহারী, শায়খ আব্দুল মালেক মাদানী, হাফেজ মাওলানা মুফতি আলী আসগর রাশেদী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সালাউদ্দিন আশরাফী, ডঃ ইবরাহীম খলিল, এম. এইচ রায়হান, ক্বারী সামিম ওসমান, মু. আলমগীর হোসাইন, মাওলানা সামিম হোসাইন সাবেতী, মাওলানা এইচ এম আরিফ বিল্লাহ সিদ্দিকী প্রমুখ।

ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

ঢাকাস্থ পার্বত্য চট্রগ্রামের অধিবাসীদের নিয়ে সদ্য গঠিত সংগঠন"পার্বত্য চট্রগ্রাম সমিতি -ঢাকার

উদ্যোগে অদ্য ২৪শে মে রোজ শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তালায় মাও: আকরাম খাঁ হল রুমে পার্বত্য চট্রগ্রামের অধিবাসীদের নিয়ে এক আলোচনা সভা মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।সদ্য গঠিত"পার্বত্য চট্রগ্রাম সমিতি-ঢাকা এর সভাপতি ইঞ্জি: আলকাছ আলমামুন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড.মোকছেদ আলম মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভা,মিলন মেলা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির আসন অলংকরণ করেন,রাঙ্গামাটি জেলার কৃতিসন্তান,সদ্য গঠিত "পার্বত্য চট্রগ্রাম সমিতি-ঢাকা এর উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব আবু সৈয়দ মোহাম্মদ হাশিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দারবানের কৃতি সন্তান সদ্য গঠিত"পার্বত্য চট্রগ্রাম সমিতি- ঢাকার উপদেষ্টা, লে: কর্নেল (অবঃ) এস এম আইয়ুব,সদ্য গঠিত"পার্বত্য চট্রগ্রাম-ঢাকা এর সমিতির সহ সভাপতিদ্বয় অধ্যক্ষ মোঃআবু তাহের,শেখ আহমেদ রাজু,মোঃ ওয়ালী উল্লাহ, মোঃ আব্দুল হামিদ রানা,মোঃ কামাল হোসেন ভূঞাঁ,ইনঞ্জিঃ মোঃআলী নুর,মোঃ নাছির উদ্দিন,মোঃ তৌহিদুল ইসলাম,শাহাদাৎ ফরাজি সাকিব,সাংবাদিক সৈয়দ ইবনে রহমত।ভ্যাট কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,সাংবাদিক মোঃ এনামুল কাদের,মোঃ মিনহাজ মোর্শেদ তৌকি,মোঃ রানা চৌধুরী, মোঃইবরাহিম অপি,মোঃ অালামিন সহ আরো অনেকে।

অাপনার পছন্দের বাসটি বেঁচে নিন!

প্রথম সারির বাস সমূহ :

১. গ্রীন লাইন
২. দেশ ট্রাভেল্স
৩. হানিফ
৪. ইনা
৫. স্টার লাইন
৬. টিঅার ট্রাভেল্স
৭. ডিপজল
৮. তিশা
৯. সৌদিয়া
১০. বোগদাদ
১১. শ্যামলী
১২. ইউনিক

কুমিল্লা-ঢাকা-চট্টগ্রাম
প্রিন্স
তিশা প্লাস
কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা-সিলেট
সেন্টমার্টিন
চট্টগ্রাম - কক্সবাজার
মার্শা
চট্টগ্রাম - রাঙামাটি
পাহাড়িকা
চট্টগ্রাম - খাগড়াছড়ি
শান্তি
ঢাকা-পঞ্চগড়
নাবিল

পেকুয়ায় গ্যাস লাইনের ক্ষতিপুরণ না পেয়ে খোঁলা আকাশের নিচে ৪টি অসহায় পরিবার

পেকুয়ায় গ্যাস লাইনের ক্ষতিপুরণ না পেয়ে খোঁলা আকাশের নিচে ৪টি অসহায় পরিবার

পেকুয়ায় গ্যাস সঞ্চালন লাইনের অধিগ্রহনকৃত জায়গায় বসতঘরের ক্ষতিপুরন না পাওয়ায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা এলাকার অসহায় ৪টি দরিদ্র পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। জানা যায়, গত চার মাস পূর্বে বসতঘর সরিয়ে ফেলেও আজ পর্যন্ত কোন প্রকার ক্ষতিপুরন না পাওয়ায় বুধামাঝির ঘোনার মৃত জেবর মুল্লুকের পুত্র লোকমানসহ তার ৪টি পরিবার খোলা আকাশের নিচে জীবন যাপন করছে। পলিথিনের বেড়া দিয়ে কোনমতে রাত কাটালেও গতকালের কালবৈশাখী ঝড় তা উড়িয়ে নিয়ে গেছে। যার ফলে বৃদ্ধ লোকমান হাকিমের ৪টি পরিবারে ৩০জন সদস্য খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। যেখানে রয়েছে ছোট শিশুও মহিলা। খোলা আকাশের নিচে থাকায় ইতিমধ্যেই শিশুদের মাঝে বিভিন্ন অসুখ দেখা দিয়েছে। ভুক্তভোগীরা জানান, এব্যাপারে কক্সবাজার এলএ অফিস কোন প্রকার কর্ণপাত করছেনা। ফাইনাল সার্ভে রিপোর্ট চলে যাওয়ার পরও এলএ অফিস দেখেও যেনো না দেখার ভান করছে। ক্ষতিপুরন দিতে কালক্ষেপন করে যাচ্ছে। এদিকে এই অসহায় ৪টি পরিবারের বসতবাড়ির ক্ষতিপুরনের টাকার উপর লোলুপ দৃষ্টি পড়েছে স্থানীয় একটি সিন্ডিকেটের। অভিযোগ রয়েছে সিন্ডিকেটটি পেকুয়া থানা বারবাকিয়া ইউনিয়নসহ স্থানীয়ভাবে অসহায় পরিবারের বিরুদ্ধে বিভিন্ন সালিশ বিচার দিয়ে হয়রানি করে আসছেন প্রতিনিয়ত। বৃদ্ধ লোকমান হাকিম অভিযোগ করে বলেন, আমার বাপ দাদার একশত বছরের পুরোনো ঘর বাড়িতে আমরা থাকতাম তা গ্যাস লাইনে পড়েছে আমরা কিছু ক্ষতিপুরন পাচ্ছি তা থেকে ভাগ নিতে একই এলাকার ওসমান গনি, ইউসুফ ও সেকান্দর মিলে আমাদের কে হয়রানি করছে প্রতিনিয়ত। তারা অন্যায়ভাবে টাকা দাবী করছেন। এ ছাড়া তিনি এব্যপারে কক্সবাজার এলএ অফিসের হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ দাওয়াহ সার্কেল এর উদ্যোগে বিশিষ্ট ওলামায়ে কেরামদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

বাংলাদেশ দাওয়াহ সার্কেল এর উদ্যোগে বিশিষ্ট ওলামায়ে কেরামদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন।

দাওয়াহ সার্কেলের  সমন্বয়কারী  মাওলানা রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও এইচ.এম  জাকির হোসাইন এর পরিচালনায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইম্মাহ পরিষদেরর সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মহি উদ্দিন রব্বানী,বিশেষ অতিথি বৃন্দ যথাক্রমে মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী,ছোট পির ছারছিনা দরবার শরিফ,ড. মোবারাক হোসাইন প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ দাওয়াহ সার্কেল,মাওলানা আমিরুল ইসলাম বেলালী,কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জাতিয় মোফাসসির পরিষদ,,মাওলানা আব্দুল্লাহ আলামি,মাওলানা আবুল কাশেম গাজী,মাওলানা আব্দুস ছবুর মাতুব্বর, মাওলানা সাদিকুর রহমান আল আযহারী,মাওলানা শায়েখ জামাল উদ্দিন,মাওলানা আব্দুল কাইয়ুম,হাফিজ ইমরান খালিদ,অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম মিয়াজি,মাওলান মোস্তাাফিজুর রহামান,মাওলানা আলা উদ্দিন,মাওলানা এ.এইচ.এম আবুল কালাম আযাদ,মাওলানা কামরুল ইসলাম শাহিন,মাওলানা শাহিন হোসাইন, মাওলানা আসাদুল্লাহ আল গালিব, মাওলানা তৌহিদুল ইসলাম,মাওলানা আতিকুর রহমান ও মাওলানা খন্দকার মোকাদ্দেস আলী।

Thursday 23 May 2019

পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার ২০১৮ প্রদান অনুষ্ঠান

পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার ২০১৮

প্রদান অনুষ্ঠান আজ বুধবার পিআইবি’তে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাছান মাহমুদ, এমপি। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় তথ্য সচিব জনাব আব্দুল মালেক, এটুআই’র পলিসি অ্যাডভাইজর জনাব আনীর চৌধুরী। অনুষ্ঠানে সাতটি ক্যাটাগরিতে মোট ৭জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

Wednesday 22 May 2019

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চট্টগ্রামের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক মুহাম্মদ রাশেদ খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক এপিএম সুহেল,মোহাম্মদ জসিম উদ্দিন, আবু হানিফ,
চট্টগ্রাম মহানগর যুগ্ম আহবায়ক আরিফুর হক তায়েফের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আহবায়ক তোফায়েল আহমেদ রিয়াদ,যুগ্ন আহবায়ক মোহাম্মদ সায়েম চৌধুরী, তোহিদুল ইসলাম, আমির হোসাইন জুয়েল, এরশাদুল ইসলাম আরিফুল হক তায়েফ অর্নি ফার্জিন ,মামুন হোসাইন আব্দুল কাইয়ুম আরমান হোসাইন , তুহিন শাহরিয়ার প্রমুখ
বক্তারা বলেন, ২০১৮সাল থেকে বা সা ছা অ স প সাধারন ছাত্রদের সাথে সকল অন্যায়ের বিরুদ্ধে দূর্বার আন্দোলন শুরু করে। তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে সকল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে চলেছে। কৃষকের ধানের ন্যায্য মুল্যের দাবিতে,দূর্নীতি, খুন ধর্ষণের বিচার নিয়ে সামনে এই সংগঠন সাধারন মানুষের পাশে দাঁড়াবে!

Monday 20 May 2019

বিসিএস সভাপতির সালমান এফ রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ

বিসিএস সভাপতির সালমান এফ রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ

গণতন্ত্রের মানসকন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং একাদশ জাতীয় সংসদ সদস্য জনাব আহমেদ সালমান ফজলুর রহমানের (এম.পি) (সালমান এফ রহমান) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি জনাব মো. শাহিদ-উল-মুনীর, মহাসচিব জনাব মোশারফ হোসেন সুমন এবং কোষাধ্যক্ষ জনাব মো. জাবেদুর রহমান শাহীন।

সোমবার বেলা ১১ টায় মাননীয় উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিসিএস কার্যকরী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বিসিএস এর সভাপতির কাছে কম্পিউটার ব্যবসায়ীদের ব্যবসার অবস্থান, সমস্যা এবং চলমান কার্যক্রম সম্পর্কে দীর্ঘক্ষণ ধরে বিস্তারিত বক্তব্য শোনেন। বক্তব্য শেষে তিনি ব্যবসায়ীদের উন্নয়নের দিক নির্দেশনাসহ বিসিএসকে সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারেও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

প্রসঙ্গত, মাননীয় উপদেষ্টা সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রথম সদস্য প্রতিষ্ঠান।

বাংলাদেশ চারুশিল্পী পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

বাংলাদেশ চারুশিল্পী পরিষদের আজকের জমজমাট ইফতার মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যালিগ্রাফার শিল্পী গবেষক অংশ নেন।

ক্যালিগ্রাফিতে গবেষণায় চার গবেষককে সংবর্ধনা দেয় চারুশিল্পী পরিষদ। পিএইচডিতে ড. সাইফুল্লাহ মানসুর, এমফিলে নূরুর রহমান,  মাহমুদ মোস্তফা আল মারুফ এবং মোহাম্মদ আবদুর রহীমকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়। এছাড়া বিভাগীয় শাখা প্রধান হিসেবে রাজশাহীর মোস্তফা আল মারুফ এবং বগুড়ার শিল্পী আমিনুল ইসলাম আমিনকেও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা প্রাপ্তরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চারুকলার প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির বলেন, ক্যালিগ্রাফিকে বিশেষ বিবেচনায় নিয়ে প্রাচ্যকলা বিভাগের সিলেবাসে অন্তরভুক্ত করা হয়েছে এবং এর চর্চা ও উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতি ও চারুশিল্পী পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট্য কার্টুনিস্ট শিল্পী ইব্রাহীম মন্ডল ক্যালিগ্রাফি শিল্পকে এগিয়ে নিতে সবার প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশিষ্ট্য ক্যালিগ্রাফার আরিফুর রহমান, খ্যাতিমান ক্যালিগ্রাফার আমিনুল ইসলাম আমিন, ইসলামী ব্যক্তিত্ব মাওলানা ওসমান গণি, সংগঠক মোস্তফা মনোয়ার, আবেদুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অর্ধ শতাধিক নবীন প্রবীণ শিল্পী ক্যালিগ্রাফার অংশ নেন। সভাপতি ইব্রাহীম মন্ডল এই প্রানোচ্ছল মিলনমেলায় অংশ নিয়ে একে সাফল্যমন্ডিত করায় সকলকে আন্তরিক মোবারকবাদ জানান।

বান্দরবান এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ১ম ও ৩য় স্থান ফুলকুঁড়ির

"বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূলশক্তি"
এই স্লোগানকে সামনে রেখে বান্দরবান সদর উপজেলা প্রশাসনের অায়োজনে অনুষ্টিত হল ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৪০তম বিজ্ঞান অলিম্পিয়াড।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন স্যার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান জনাব এ কে এম জাহাঙ্গীর অালম মহোদয়।

ফুলকুঁড়ি বিজ্ঞান চক্র, বান্দরবান এতে দুইটি প্রজেক্টে অংশগ্রহণ করে  ১ম এবং ৩য় স্থান অর্জন করে।

পেকুয়ায় ৬ মাসে কুরআনে হাফেজ হলেন ৯ বছরের জুনাঈদ

পেকুয়ায় ৬ মাসে কুরআনে হাফেজ হলেন ৯ বছরের জুনাঈদ।

কক্সবাজারের পেকুয়া উপজেলার এক হেফজখানার ছাত্র মাত্র ৫ মাস ২৭ দিনে পবিত্র কুরআন শরীফ সম্পূর্ণ  মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন।

জানাযায়, ওই মেধাবী মোহাম্মাদ জুনাঈদ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত পেকুয়া চৌমুহনী পুরাতন জমিদার বাড়ী জামে মসজিদ সংলগ্ন হাবিবিয়া হেফজ খানা ও এতিমখানার ছাত্র।
তার বয়স মাত্র ৯ বছর ৩ মাস বলে জানিয়েছেন শিক্ষক হাফেজ নুর মুহাম্মদ ও হাফেজ আব্দুল আজিজ।

সে উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদি সরকারি ঘোনা এলাকার বদিউল আলম এর ছেলে।

Sunday 19 May 2019

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে "বঙ্গবন্ধু ও বাংলাদেশ" শীর্ষক স্থাপনার উদ্ভোদন

শিক্ষার্থীদের মধ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, দুঃখী বাঙ্গালীর মুক্তির অগ্রদূত, স্বাধীন ও সার্বভৌম বাংলার রূপকার, সোনার বাংলার

স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ গঠনে ভূমিকা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পাসের সম্মুখে নির্মিত  “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ জনাব মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পনগরী তথা বন্দরনগরী, অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আ জ ম নাছির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক স্থাপনার মূল পরিকল্পনা ও বাস্তবায়নকারী মোঃ নুরুল কবীর, সাবেক অধ্যক্ষ- চ.প.ই ও প্রকৌশলী এ এম মহিউদ্দিন, সদস্য সচিব, অ্যালামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম পলিটৈকনিক ইনস্টিটিউট।

লংগদুতে অগ্নিনির্বাপক সরঞ্জাম সরবরাহ দিলেন জোন কমান্ডার

লংগদুতে অগ্নিনির্বাপক সরঞ্জাম সরবরাহ দিলেন জোন কমান্ডার

রাঙ্গামাটির লংগদু উপজেলার সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী বলেছেন, অগ্নিকান্ড দূর্ঘটনা যাতে না ঘটে তার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। অগ্নি দূর্ঘটনা কিভাবে মোকাবেলা করা যায় প্রয়োজনে আমার জোনের পক্ষ থেকে ফায়ার ফাইটিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
রোববার (১৯ মে) লংগদু জোন কমান্ডার কর্তৃক সরবরাহকৃত অগ্নিনির্বাপক সরঞ্জামাদি হস্তান্তর উপলক্ষে উপজেলার মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে লংগদু মাইনীমুখ ইউপি কার্যালয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী একথাগুলো বলেছেন।
মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতিরি সভাপতি মোঃ কামাল পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টুর পরিচালনায় বিষেশ অতিথির বক্তব্য রাখেন, মাইনীমুখ ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল আলী, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান ও জোনের ওয়ারেন্ট অফিসার আলতাফ হোসেন।
প্রধান অতিথি জোন কমান্ডার বক্তব্যে আরো বলেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সকলের উদ্যেশ্যে তিনি বলেন, আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। প্রয়োজনে আপনাদের এইসব সরঞ্জামের ব্যবহার শিখতে হবে।
তিনি আরো বলেন, আরেকজনের বিপদের আপনাকে আগাইয়া আসতে হবে। সর্বোপরি সচেতন হতে হবে। এই জন্য সমাজে প্রত্যেক্যের দায়িত্ব রয়েছে। আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা কোন মাদক ও সন্ত্রাস, চাঁদাবাজকে প্রশ্রয় দেবেন না। আপনাদের ছেলে মেয়েদের হেফাজত রাখবেন। এখানকার বাসিন্দারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। জোন আপানাদের সহযোগিতার কাজে সবসময় থাকবে।আপনারাও জোনকে সহযোগিতা দিবেন। শেষে জোন কমান্ডার মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অর্থায়নে ক্রয়কৃত ১১৫টি অগ্নিনির্বাপক গ্যাসসিলিন্ডার ব্যবসায়ীদের নিকট হস্তান্তর করেন।
এসময় মাইনীমুখ বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

Friday 17 May 2019

এতিমদের সম্মানে, বিএনপি নেতার ইফতার

ছনহরা সিকদার বাড়ী জামে মসজিদে এতিমদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্টিত।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি পরিছন্ন রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব ইদ্রিস মিয়া চেয়ারম্যান।

মসজিদের হুজুরদের সরকারি বেতন দিতে হবে - ডাঃদীপু মনি

"মসজিদের হুজুরদের যা বেতন তাতে রাতে যে মুসল্লিদের ঘরে চুরি করতে যায় না এটাই তো অস্টাশ্চার্য বিষয়...! 

৩য় শ্রেনীর বাচ্চারে প্রাইভেট পড়াবে ৫০০০ টাকা দিয়া মাসে ১৬দিন ১:৩০ ঘন্টা। আর হুজুরে মাসে ৫বেলা নামাজ পড়াইবে তারে দেবে চৌদ্দগুষ্ঠি মিলে মাত্র ৩৫০০ টাকা! মাসে ৫০০০ টাকার বিড়ি খাইয়া হুজুরের বেতন ৫০ টাকা তাও ৬ মাসের বকেয়া রাইখা মোড়ের চায়ের দোকানে লেকচার দেয় টুপিওয়ালারা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না..."
শহরে কিছু মসজিদের ইমামদের বেতন সন্তোষজনক হলেও গ্রামের অনেক মসজিদের ইমামদের বেতন খুবই কম।
তাই দেশের সব মসজিদের ইমাম দের একটা নূন্যতম সরকারি ভাতা দেয়া উচিৎ।
পাশাপাশি মুসল্লিরাও দিবে।
হুজুররা যদি সচ্ছল জীবন যাপন করতে না পারে তাহলে এটা পুরো সমাজের জন্যই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে।

Thursday 16 May 2019

মানব কল্যাণ বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন

গতকাল বুধবার বিকাল ৫ টায় রাজধানীর রায়েরবাগে বাংলাদেশ  ইসলাম প্রচার পরিষদ- মানব কল্যাণ বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন হয়।

বিশিষ্ট শিল্পপতি মানব কল্যাণ বিভাগের সেক্রেটারী মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে এবং চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ আর কে চৌধুরী (এফ আর সি এস) এর সঞ্জালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলাম প্রচার পরিষদের সম্মানিত সভাপতি বরেণ্য আলেমে দ্বীন মুফতি আবুবকর সিদ্দীক আদদাঈ।
প্রধান বক্তা ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা নূরুল ইসলাম কাসেমী।
বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক বিশ্ববিদ্যালয় শিক্ষক  মাওলানা মোহাম্মদ আবু নোমান, প্রচার সম্পাদক  হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ সিরাজী, আইন সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক মুফতি সাদিক মুহাম্মদ ইয়াকুব আল আযহারী, আন্তর্জাতিক সম্পাদক মুফতি গোলাম কবির চৌধুরী আল আযহারী, অর্থ সম্পাদক মাওলানা ওমর ফারুক রাহমানী, সহকারী প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা জিয়াউর রহমান, তাফসীর বিভাগের সদস্য উপাধ্যক্ষ  ডঃ মাওলানা পেয়ার আহমেদ, প্রচার বিভাগের সদস্য এম এইচ রায়হান এবং সাংস্কৃতিক বিভাগের সদস্য মাওলানা ক্বারী সামিম ওসমান।

Tuesday 14 May 2019

ইসলামিক লয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামিক লয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

হয়েছে,এতে ইসলামিক লয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি অাব্দুর রউফ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ড. রফিকুর রহমান,এড. সাইফুর রহমান সহ প্রমুখ ব্যক্তিবর্গ। 

মাদ্রাসা প্রতিনিধি সমাবেশ

বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ টাঙ্গাইল শহর ও জেলা শাখার যৌথ উদ্যোগে মাদরাসা প্রতিনিধি সমাবেশ অনুষ্টিত।

উক্ত প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় আহবায়ক হাফেজ জাকির হোসাইন।পরিষদের শহর শাখার আহবায়ক কবির হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব খন্দকার মোকাদ্দেস আলী ও শহর শাখার প্রধান পৃষ্ঠপোষক তানজির হোসেন লিটন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শহর শাখার প্রধান উপদেষ্ঠা নাসির উদ্দিন,জেলা শাখার প্রধান উপদেষ্ঠা মেহেদী হাসান রনি ও মিনহাজ উদ্দিন।

লামায় খাদ্য অভিযানে ম্যাজিস্ট্রেট

পবিত্র মাহে রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, হোটেল রেস্তোরাঁ পরিস্কার পরিচ্ছন্ন,কাপড় দোকানে মূল্য

নির্ধারণ, খোলা বাজারে খাদ্যদ্রব্য বিক্রি, মোবাইল দোকানে পর্ণগ্রাফি সহ বিভিন্ন দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে এক দোকানি কে ৩০০০ টাকা জরিমানা সহ দির্কনিদের্শনা প্রদান করেন জনাবা,ইশরাত সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লামা বান্দরবান। এসময় লামা বাজার কমিটির সাধারন সম্পাদক জাপান বড়ুয়া,সাংবাদিক , লামা থানার এএসআই আয়াত উল্লাহ্ সহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙামাটিতে কক্সবাজার সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

রাঙামাটির রেইনবো রেস্তোরাঁয় অাজকে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, 
 
প্রধান অতিথি - সাদেক আহমেদ , মূখ্য  নির্বাহী কর্মকর্তা,  রাঙ্গামাটি জেলা পরিষদ।

সভাপতি- মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক, রাঙ্গামাটি।

বিশেষ অতিথি- ধীমান শর্মা, প্রভাষক, রাঙ্গামাটি বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি - সেলিম মাহমুদ সাগর, প্রভাষক, রাঙ্গামাটি সরকারি কলেজ।

বিশেষ অতিথি -সুরজিত কুমার শর্মা, এস এ ই, এডুকেশন ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট,  রাঙ্গামাটি।

Monday 13 May 2019

ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত,পদ পেলেন ভিসি পুত্র

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন ঢাবি ভিসির পুত্র

দীর্ঘ অপেক্ষার পর ঘোষণা করা হয়েছে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি। কমিটিতে স্থান পেয়েছেন ৩০১ জন। ঘোষিত কমিটির নেতা এবং তাদের সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। কারও কারও মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। প্রত্যাশিত পদ না পেয়ে ক্ষুদ্ধ তারা।

ঘোষিত কমিটিতে সহ-সম্পাদক পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আখতারুজ্জামানের ছেলে আশিক খান। পদ পাওয়ার পর আনন্দিত তিনি। পদপ্রাপ্তির প্রতিক্রিয়ায় বেসরকারি টিভি চ্যানেল যমুনাকে তিনি বলেছেন, খুবই ভালো লাগছে। ছাত্রলীগের সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞাতা জানান তিনি।


প্রায় এক বছর আগে রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষিত হয়েছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিবিসিপির নতুন কমিটি গঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিবিসিপির নতুন কমিটি গঠিত

গত ১১-০২-১৯ তারিখ, রোজ শনিবার,চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার কাশফুল রেস্টুরেন্ট এ  পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত কাউন্সিল ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।

 চবি শাখার সাবেক সাধারণ সম্পাদক ইখতিয়ার ইমনের সঞ্চালনায় উক্ত কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্টানের সভাপতিত্ব করেন চবি শাখার সাবেক সভাপতি আতাউর রহমান, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির প্রধান আহবায়ক অধ্যক্ষ আবু তাহের,প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলমগীর কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য  ইঞ্জিঃ আব্দুল মজিদ, চট্টগ্রাম মহানগর সভাপতি মো আলি,তিন পার্বত্য জেলার সভাপতি ও চবি শাখার সাবেক নেতৃবৃন্দগণ।

উক্ত কাউন্সিলে আমির হোসাইন কে সভাপতি,নাইম ইসলাম ফারাবী কে সাঃ সম্পাদক এবং মাসুদ রানা  কে সাংগঠনিক সম্পাদক করে মোট ৭১ সদস্যের  এক বছরের জন্য কমিটি অনুমোদন করা হয়।

Sunday 12 May 2019

৫২ পণ্যে নিষেধাজ্ঞা

বাজার থেকে ৫২ পদের জিনিস ক্রয় করতে নিষেধাজ্ঞা এসেছে আদালত থেকে। কেউ আমার থেকে লিখিত নিয়ে যান, লিখে দিচ্ছি। যেসব জিনিস কিনতে নিষেধ করা হয়েছে, ৯৪% মানুষ শুনেও ঐ জিনিস গুলোই কিনবে এবং বাকি ৫% কৌতুহলি হয়ে কিনবে। ১ % হয়তো বিবেক খাটাবে। কারন "বাংলাদেশে দ্রুতগতিতে বাড়ছে মানসিক রোগী" (গতকালের পত্রিকার হেডলাইন) আবার আগে থেকে সর্টটাইম মেমোরি লসের রোগ তো আছেই এই জনগণের।
তারপর ও দায়ীত্ব মনে করে তালিকাটি পোষ্ট দিলাম।


১. রূপচাঁদা সরিষার তেল
২. তীর সরিষার তেল
৩. পুষ্টি সরিষার তেল
৪. প্রাণ লাচ্ছা সেমাই
৫. প্রাণ হলুদ গুড়া
৬. প্রাণ কারি পাউডার
৭. এসিআই পিউর ধনিয়া গুড়া
৮. এসিআই আয়োডিনযুক্ত লবন
৯. ড্যানিশ হলুদের গুড়া
১০. ড্যানিশ কারী পাউডার
১১. বাঘাবাড়ী স্পেশাল ঘি
১২. ফ্রেশ হলুদ গুড়া
১৩. মধুবন লাচ্ছা সেমাই
১৪. মিঠাই লাচ্ছা সেমাই
১৫. ওয়েল ফুড লাচ্ছা সেমাই
১৬. মেসার্স মুধবন (সিলেট) লাচ্ছা সেমাই
১৭. সান চিপস
১৮. সান হলুদ গুড়া
১৯. মোল্লা সল্ট আয়োডিনযুক্ত লবন
২০. মধুমতি আয়োডিনযুক্ত লবন
২১. ডুডলি নুডলস
২২. বনলতা ঘি
২৩. গ্রীণ ব্লিচিং (জিবি) সরিষার তেল
২৪. আরা ফুড ড্রিংকিং ওয়াটার
২৫. আল সাফি ড্রিংকিং ওয়াটার
২৬. মিজান ড্রিংকিং ওয়াটার
২৭. মর্ণ ডিউ ড্রিংকিং ওয়াটার
২৮. ডানকান ন্যাচারাল মিনারেল ওয়াটার
২৯. আরা আর ডিউ ড্রিংকিং ওয়াটার
৩০. দিঘী ড্রিংকিং ওয়াটার
৩১. শান্ত ফুড সফট ড্রিংক পাউডার
৩২. জাহাঙ্গীর ফুড সফট ড্রিংক পাউডার
৩৩. পিওর হাটহাজারী মরিচ গুড়া
৩৪. মিস্টিমেলা লাচ্ছা সেমাই
৩৫. কিং ময়দা
৩৬. রূপসা দই
৩৭. মক্কা চানাচুর
৩৮. মেহেদী বিস্কুট
৩৯. নিশিতা ফুডস এর সুজি
৪০. মঞ্জিলের হলুদ গুড়া
৪১. গ্রীনলেন মধু
৪২. কিরন লাচ্ছা সেমাই
৪৩. ডলফিন মরিচের গুড়া
৪৪. ডলফিন হলুদের গুড়া
৪৫. সূর্য মরিচের গুড়া
৪৬. জেদ্দা লাচ্ছা সেমাই
৪৭. অমৃত লাচ্ছা সেমাই
৪৮. দাদা সুপার আয়োডিনযুক্ত লবণ
৪৯. মদীনা/স্টারশীপ আয়োডিনযুক্ত লবন
৫০. নুর স্পেশাল আয়োডিনযুক্ত লবন
৫১. তিন তীর আয়োডিনযুক্ত লবন
৫২. তাজ আয়োডিনযুক্ত লবন