জাতীয় কবিকে জেনে নিন

আজ ১১ জ্যৈষ্ঠ, শনিবার। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন।

মসজিদের হুজুরদের সরকারি বেতন দিতে হবে - ডাঃদীপু মনি

মসজিদের হুজুরদের যা বেতন তাতে রাতে যে মুসল্লিদের ঘরে চুরি করতে যায় না এটাই তো অস্টাশ্চার্য বিষয়

৫২ পণ্যে নিষেধাজ্ঞা

বাজার থেকে ৫২ পদের জিনিস ক্রয় করতে নিষেধাজ্ঞা এসেছে আদালত থেকে। কেউ আমার থেকে লিখিত নিয়ে যান, লিখে দিচ্ছি।

মা-বাবার করণীয়

সন্তানের প্রতি অাপনার (মা-বাবার) করণীয়ঃ ১. সন্তান গর্ভে থাকা অবস্থা মায়ের উচিত অাল্লাহকে ভয় করা,সুসন্তান কামনা করা,নিজে অাল্লাহর হুকুম পালন করা।বেশী বেশী নামাজ ও কুরঅান পড়া ভলো।

অাপনার পছন্দের বাসটি বেঁচে নিন!

১. গ্রীন লাইন ২. দেশ ট্রাভেল্স ৩. হানিফ ৪. ইনা ৫. স্টার লাইন

Sunday 30 June 2019

রিফাতের খুনিদের উপর অাওয়ামীলীগ নেতাদের ছায়া

গেল কিছুদিন অাগে বরগুনা কলেজের সম্মূখে স্ত্রীর সামনে প্রকাশ্যে স্বামীকে হত্যা করে নয়ন বন্ড নামের এক সন্ত্রাসী।

 এ ঘটনায় স্ত্রী তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেও শেষমেশ বাঁচাতে পারেনি স্ত্রী মিন্নি। এই ঘটনায় অভিযুক্ত অাসামী নয়ন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করলেও কিছুদিন পর সে বেরিয়ে অাসে। এমনকি রিপোর্ট করতে গিয়ে দেখা যায় নয়নের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় লোকজন। নয়নের কিসের এত পাওয়ার এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বেরিয়ে অাসে চাঞ্চল্যকর তথ্য। শুনা যায় জেলা পরিষদ চেয়ারম্যান ও অাওয়ামী নেতা দেলওয়ার হোসেন ও সরকার দলীয় স্থানীয় এমপি শম্ভুর পুত্রের শেল্টারে চলে নয়ন ও তার বাহিনী এমন তথ্য বেরিয়ে অাসে ৭১ টিভির অনুসন্ধানে। এই বিষয়ে জানার জন্য এমপিকে লাইভে অানলেও পুত্রের সম্পৃক্ততার কথা অস্বীকার করে এমপি। তবে তিনি কোন তথ্য প্রমান দিতে পারে নি। এমনকি এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও এখনও পর্যন্ত ভিভিকটিম এর বাড়ী যায় নি এমপি।                 

এই নির্মমতার শেষ কোথায় ? - বিদিশা (এরশাদ স্ত্রী)


সোস্যাল মিডিয়ায় দেওয়া বক্তব্যঃ

এই নির্মমতার শেষ কোথায় ?
স্ত্রী দেখতে পারছেনা তার স্বামীকে সন্তান দেখতে পাচ্ছ না তার পিতা কে, এরকম এক নির্মমতার মধ্যে দিয়ে অতিবাহিত করতে হচ্ছে আমার দিনগুলো। সবসময়ই বুকের ভেতরটা কেঁপে উঠছে এই বুঝি কোন দুঃসংবাদ শুনি, আর কারো কথা বলছিনা আমি সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের কথা বলছি l
তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। অথচ তাকে নিয়ে চলছে রাজনীতি, কেউ বা চায় তার পদ দখল করতে, কেউ বা তার স্থাবর-অস্থাবর সম্পত্তি।

কি নির্দয় এ সমাজের মানুষগুলো ? যাদের জন্য জীবনে এত কিছু করে গেলেন তিনি, তারাই আজ তার মৃত্যু কামনা করছেন। বাবার মৃত্যু ক্ষণে ছেলেকে সুকৌশলে দূরে রাখা হচ্ছে, কেউ কেউ তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখাও শুরু করেছেন।
আমি অতো সাত, পাঁচ বুঝিনা,আর এগুলো বুঝতে চাইও না, আমি চাই আমার ছেলেটা সুন্দরভাবে বেড়ে উঠুক, বাবার স্বপ্ন পূরণে সেও এক সময় দেশ ও জাতির জন্য কাজ করবে, কিন্তু আমার ভয় হচ্ছে আমার ছেলেকে নিয়ে, ও যেন আমার মত কোনো ষড়যন্ত্রের শিকার না হয়। তাই আমি এরশাদের গড়া জাতীয় পার্টির সকল নেতা কর্মীদের অনুরোধ করবো, আপনাদের নেতার এই দুঃসময়ে তার পরিবারের পাশে এসে দাঁড়ান সত্য উদঘাটন করুন, ষড়যন্ত্র হাত থেকে এরিকে বাঁচান।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কি এরিক তার বাবাকে দেখতেও পারবে না ? পারবে না কি শেষবারের মতো একবার বাবা বলে ডাকতে ? এই প্রশ্ন জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীর কাছে আমার রইল, পাশাপাশি ওনার সুস্থতার জন্য সকলকে দোয়া করার অনুরোধ রইলো।
বিদিশা।

অভিনয়কে বিদায় জানিয়ে নায়িকা জাইরা ওয়াসিমের টুইট

তার ফেইসবুকে দেওয়া স্ট্যাটাস তুলে ধরা হলোঃ

5 বছর আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার জীবন চিরদিনের জন্য বদলে গেছে। আমি বলিউডে আমার পা রেখেছি, এটি আমার জন্য ব্যাপক জনপ্রিয়তা দরজা খোলা। আমি জনসাধারণের মনোযোগের প্রধান প্রার্থী হতে শুরু করেছিলাম, 


সাফল্যের ধারণা সম্পর্কে আমি গসপেল হিসাবে উপস্থাপিত হয়েছিলাম এবং প্রায়ই যুবকদের জন্য একটি ভূমিকা মডেল হিসেবে চিহ্নিত হয়েছিল। যাইহোক, এটা এমন কিছু না যা আমি নির্ধারণ করতে বা হয়ে যাই, বিশেষ করে সাফল্যের এবং ব্যর্থতার আমার ধারনাগুলির সাথে, যা আমি কেবল অন্বেষণ এবং বুঝতে শুরু করেছিলাম।আজকে 5 বছর পূর্ণ করার পর, আমি স্বীকার করতে চাই যে আমি এই পরিচয়টি নিয়ে সত্যিকারের খুশি নই। অনেকক্ষণ ধরে এখন মনে হচ্ছে যেন অন্য কাউকে পরিণত হওয়ার জন্য আমি লড়াই করেছি। যেহেতু আমি কেবলমাত্র আমার সময়, প্রচেষ্টার এবং আবেগকে উৎসর্গ করার এবং নতুন জীবনধারা ধরে রাখার চেষ্টা করার অর্থ বুঝতে পেরেছিলাম এবং বুঝতে পেরেছিলাম যে, আমি কেবল এখানেই অনুভব করতে পারি যে যদিও আমি এখানে পুরোপুরি ফিট করতে পারি এখানে অন্তর্গত না। এই ক্ষেত্রটি প্রকৃতপক্ষে অনেক ভালোবাসা, সমর্থন, এবং আমার পথকে অভিনন্দন জানায়, কিন্তু এটিও আমাকে অজ্ঞতার পথে পরিচালিত করে, যেমন আমি চুপচাপ এবং অজ্ঞানভাবে ইমাম থেকে স্থানান্তরিত হয়েছিলাম। আমি যখন আমার ইমামের সাথে ধারাবাহিকভাবে হস্তক্ষেপ করে এমন পরিবেশে কাজ চালিয়ে যাচ্ছিলাম, তখন আমার ধর্মের সাথে আমার সম্পর্ক হুমকির সম্মুখীন হয়েছিল। যখন আমি অজ্ঞানভাবে চলতে থাকি, তখন আমি নিজেকে সন্তুষ্ট করার চেষ্টা করছিলাম যে আমি যা করছিলাম তা ঠিক আছে এবং সত্যিই আমাকে প্রভাবিত করে না, আমি আমার জীবনের সব বারকাহ হারিয়ে ফেলেছি। বারাকাত শব্দটি যার অর্থ কেবলমাত্র সুখ, পরিমাণ বা আশীর্বাদে সীমাবদ্ধ নয় তা স্থিতিশীলতার ধারণার উপরও দৃষ্টি নিবদ্ধ করে, যা আমি ব্যাপকভাবে সংগ্রাম করে যাচ্ছি।আমি আমার আত্মার সাথে আমার ইমানের স্ট্যাটিক ছবি ঠিক করার জন্য আমার চিন্তাভাবনা ও প্রবৃত্তিগুলিকে একত্রিত করার জন্য ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাচ্ছিলাম এবং আমি কেবল একবারই নয় বরং শত বার দুর্ভাগ্যজনকভাবে ব্যর্থ হয়েছিলাম। আমার সিদ্ধান্ত দৃঢ় করার জন্য আমি কীভাবে কঠোর পরিশ্রম করার চেষ্টা করেছি, আমি কোনও উদ্দেশ্য নিয়ে একই ব্যক্তি হয়েছি যে একদিন আমি পরিবর্তন করব এবং আমি শীঘ্রই পরিবর্তন করব। আমি মনে করি যে আমি যা করছি তা আমার চেতনাকে চিত্কার করে এবং আমার বিবেককে বিভ্রান্ত করে রেখেছে, আমি সঠিক মনে করি না, কিন্তু আমি মনে করি যে যখনই সময়টি সঠিক মনে হয় তখন আমি এটি শেষ করব এবং আমি নিজেকে দুর্বল অবস্থানে রেখেছি। আমার শান্তি, ইমাম এবং আল্লাহ্র সাথে আমার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এমন পরিবেশের দিকে তাকাতে সবসময়ই সহজ ছিল। আমি জিনিসগুলি পালন করতে থাকি এবং আমার উপলব্ধিগুলি যেমনটা তাদের চেয়ে চেয়েছিলাম, তেমনি আমিও বুঝতে পারি যে, কীভাবে তারা কীভাবে তাদের দেখতে পাবে। আমি পালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাই কিন্তু কোনভাবেই আমি একটি মৃত্যুর উপর আঘাত করে শেষ হয়ে গেলাম, একটি অনুপস্থিত লুপের সাথে একটি অনুপস্থিত উপাদান যা আমাকে দীর্ঘস্থায়ীভাবে নির্যাতন করে রেখেছিল, আমি তখনও বোধগম্য ও পরিতৃপ্ত হতে পারিনি। যতক্ষণ না আমি আমার দুর্বলতা মোকাবেলা করার সিদ্ধান্ত নিলাম এবং আল্লাহর কথায় আমার হৃদয়কে সংযুক্ত করে জ্ঞান ও বুদ্ধির অভাবকে সংশোধন করার চেষ্টা করলাম। কুরআন মহান এবং ঐশ্বরিক জ্ঞান, আমি পর্যাপ্ততা এবং শান্তি পাওয়া যায়। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তাঁর গুণাবলী, তাঁর করুণা এবং তাঁর আদেশের জ্ঞান অর্জনে শান্তি পায়।
আমার নিজের বিশ্বাসযোগ্যতা মূল্যবান করার পরিবর্তে আমি আমার সাহায্য ও নির্দেশনার জন্য আল্লাহ্র রহমতের উপর ভরসা করতে লাগলাম। আমার ধর্মের মৌলিক মৌলিক বিষয়গুলির জ্ঞান সম্পর্কে আমার অভাব এবং আমি কীভাবে আমার পরিবর্তনের পরিবর্তনকে জোরদার করতে ব্যর্থ হয়েছিলাম তা আমার হৃদয়ের পরিতৃপ্তিকে বিভ্রান্ত করার এবং আমার নিজের (অগভীর এবং পার্থিব) ইচ্ছাগুলি সন্তুষ্ট এবং সন্তুষ্ট করার কারণে ভাল ছিল। আমি আমার সন্দেহ এবং ত্রুটি যে আমার হৃদয় দুর্যোগ ছিল রোগ আবিষ্কৃত- হৃদরোগ আক্রমণ এক ধরনের 2 ধরনের রোগ আছে; DOUBT এবং ত্রুটি এবং দ্বিতীয়; LUST এবং ডিজায়ার। উভয় কুরআনে উল্লেখ করা হয়।
আল্লাহ বলেন, "তাদের অন্তরে একটি রোগ (সন্দেহ ও ভণ্ডামি) এবং আল্লাহ তাদের রোগ বৃদ্ধি। [কোরান 2:10]। এবং আমি বুঝতে পারলাম যে এর প্রতিকার কেবল আল্লাহ্র নির্দেশের মাধ্যমেই পাওয়া যেতে পারে এবং আমি যখন আমার পথ হারিয়ে ফেলেছিলাম তখন আল্লাহ আমার পথ নির্দেশ করেছিলেন।

কুরআন এবং আল্লাহর রাসূলের নির্দেশনা (পিবিইউএইচ) আমার সিদ্ধান্ত গ্রহণ ও যুক্তিতে তেজস্ক্রিয় কারণ হয়ে উঠেছে এবং এর ফলে আমার দৃষ্টিভঙ্গি জীবনে পরিবর্তিত হয়েছে এবং এর মানে। আমাদের ইচ্ছা আমাদের নৈতিকতা একটি প্রতিফলন, আমাদের মান আমাদের অভ্যন্তরীণ অখণ্ডতা একটি বহিরাগতকরণ। একইভাবে, কুরআন ও সুন্নাহের সাথে আমাদের সম্পর্কটি আল্লাহ ও আমাদের ধর্ম, আমাদের উচ্চাকাঙ্ক্ষা, উদ্দেশ্য এবং জীবনের অর্থের সাথে আমাদের সম্পর্কের স্বরকে সংজ্ঞায়িত করে এবং সেট করে। আমি আমার জীবনের সাফল্যের অর্থ, অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে গভীরতম উত্স নিয়ে প্রশ্ন করেছি। আমার ধারণাকে প্রভাবিত করে এবং প্রভাবিত করে এমন উত্স কোডটি একটি ভিন্ন মাত্রায় বিকশিত হয়। সাফল্য আমাদের পক্ষপাতী, বিভ্রান্তিকর এবং জীবনের প্রচলিত অগভীর ব্যবস্থাগুলির সাথে সম্পর্কযুক্ত নয়। সাফল্য আমাদের সৃষ্টির উদ্দেশ্য সাধন। আমরা যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল, সেটি আমরা ভুলে গেছি, কারণ আমরা অজ্ঞানভাবে আমাদের জীবন দিয়ে চলতে থাকি; আমাদের বিবেকের প্রতারণা। "এবং যারা অন্তরে বিশ্বাস করে না তাদের অন্তরে এটি (প্রতারণার) প্রতিফলিত হতে পারে এবং তারা এটির সাথে সন্তুষ্ট হতে পারে এবং তারা উপার্জন করতে যাচ্ছেন তারা উপার্জন করতে পারে (এবং এটি মন্দ হতে হবে)। [কুরআন 6: 113] আমাদের উদ্দেশ্য, আমাদের ধার্মিকতা বা ভয়ঙ্করতা আমাদের স্বার্থপর খরচ দ্বারা সংজ্ঞায়িত করা হয় না, এটি দুনিয়াগত ব্যবস্থা দ্বারা সমান নয়। আল্লাহ বলছেন, আমি শপথ করে (আল আসরের) শপথ করে (যেটি চলছে)। সত্যই, মানুষ বড় ক্ষতিতে ডুবে যাচ্ছে, তারপরেও যারা বিশ্বাস করে, ভাল কাজ করে এবং সত্যের পথ ধরে অন্যকে ডাকে এবং ধৈর্য ও অধ্যবসায়ের প্রতি পরস্পরকে উপদেশ দেয়। [কুরআন 103]

এই যাত্রা এত দীর্ঘ জন্য আমার আত্মা যুদ্ধ, ক্লান্তিকর হয়েছে। জীবন খুব ছোট হলেও নিজের সাথে যুদ্ধ করা খুব দীর্ঘ। অতএব, আজ আমি এই সুষ্ঠু সিদ্ধান্তে পৌঁছেছি এবং আমি আনুষ্ঠানিকভাবে এই ক্ষেত্রটির সাথে আমার বিচ্ছিন্নতা ঘোষণা করছি। যাত্রার সাফল্যটি প্রথম ধাপে কীভাবে নেওয়া যায় এবং আমি কেন খোলাখুলিভাবে কাজ করছি তার উপর নির্ভরশীল, এটি আমার নিজের একটি সম্পূর্ণ ছবি আঁকা নয় তবে এটি সর্বনিম্ন আমি নতুন করে শুরু করতে পারি এবং এটিই আমার প্রথম পদক্ষেপ। আমি যে পথ অনুসরণ করতে চাই তা অনুধাবন করার স্বচ্ছতার কাছে এসে পৌঁছেছি এবং এই সময়ের মধ্যে আমি সচেতনভাবে বা অজ্ঞানভাবে অনেকের অন্তরে প্রলোভনের বীজ রোপণ করেছি কিন্তু সবার কাছে আমার আন্তরিক পরামর্শ হল যে, সাফল্যের, খ্যাতি, কর্তৃত্ব বা সম্পত্তির লেনদেনের মূল্য অথবা আপনার শান্তি বা আপনার ইমানের আলো হারানো। ইচ্ছার জন্য আপনার ইচ্ছার কাছে আত্মসমর্পণ না করার চেষ্টা করুন অসীম এবং যা অর্জন করা হয়েছে তা থেকে সবসময় এগিয়ে যান। নিজেকে প্রতারিত করবেন না বা বিভ্রান্ত হবেন না এবং আত্মবিশ্বাসী পক্ষের নীতিমালাগুলিতে বিশ্বাসযোগ্যতা খুঁজে পাবেন- যেখানে কেউ এটি জানেন বা সত্যের গোপনতা গোপন রাখে বা কোনটি বেছে নেয় এবং তার অবস্থার যথাযথ মাপকাঠি বা স্বার্থকেই গ্রহণ করে। কখনও কখনও আমরা আমাদের iman মধ্যে গভীর ত্রুটি আছে এবং আমরা প্রায়ই শব্দ এবং দর্শনের সঙ্গে এটি আবরণ। আমরা যা বলি তা আমাদের অন্তরে নয় এবং আমরা এটির সাথে জড়িত থাকার জন্য সমস্ত রকমের অজুহাত সন্ধান করি এবং প্রকৃতপক্ষে তিনি দ্বন্দ্ব সম্পর্কে সচেতন, তিনি সমস্ত শ্রবণশক্তি (সাম্য-সামি), সকলের পক্ষে অজ্ঞান বিষয়ে সচেতন সাইকেলে (আল বেসর), এবং সর্বজ্ঞ (আল-Aleem)। "এবং আল্লাহ যা গোপন করেন এবং যা প্রকাশ করেন তা জানেন।" [কুরআন 16:19]। আপনার নিজের প্রতারণামূলক দৃঢ়তার মূল্যায়ন করার পরিবর্তে, বিশ্বাস এবং আন্তরিকতাকে পূর্ণ হৃদয় দিয়ে নিজেকে সত্যের সন্ধান এবং আবিষ্কার এবং সত্য বুঝতে চেষ্টা করুন। "ওহে যারা ঈমান এনেছ, যদি তোমরা আল্লাহকে চেনেন, তবে তিনি তোমাদেরকে ভুল থেকে আলাদা করার ক্ষমতা দেবেন"। (কুরআন 8:২9)।আল্লাহর অসন্তুষ্টি এবং তাঁর আজ্ঞাগুলির লঙ্ঘনের ক্ষেত্রে ভূমিকা মডেল বা সাফল্যের পদক্ষেপগুলি সন্ধান করবেন না। এই ধরনের ব্যক্তিদের জীবনে আপনার পছন্দগুলি প্রভাবিত করতে বা আপনার লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা নির্দেশ করার অনুমতি দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার সাথে সে ভালবাসে সে ব্যক্তির সাথে এক ব্যক্তি হবে। এবং ভাল জ্ঞাত থেকে পরামর্শ চাইতে অহংকারী হবেন না, বরং নিজের অহংকার ও ঔদ্ধত্য থেকে নিজেকে দূরে রাখুন এবং আল্লাহর নির্দেশে নির্ভর করুন। নিঃসন্দেহ তিনিই হলেন অন্তরসমূহের পথভ্রষ্টকারী এবং যাকে তিনি পথ প্রদর্শন করেন, কেউ পথভ্রষ্ট হতে পারে না। প্রত্যেকেরই বিবেক বা সচেতনতা আমাদের জানাতে বা পরিবর্তন করার জন্য চিনতে পারে না এবং তাই, আমাদের পক্ষে বিচার, অপব্যবহার, অসম্মান বা এই ধরনের লোককে ঠাট্টা করা আমাদের পক্ষে নয়। একে অপরকে স্মরণ করে সঠিক বোঝার পুনরুজ্জীবিত করে ইতিবাচক প্রভাব ফেলার দায়িত্ব আমাদের। "এবং মনে করিয়ে দেয়, প্রকৃতপক্ষে অনুস্মারক মুমিনদের উপকার করে" (কুরআন 51:55)।এবং আমাদের অবশ্যই অপব্যবহার বা প্রতিকূল আচরণের মাধ্যমে হিংসাত্মক আচরণ বা হিংস্র অপমানের মাধ্যমে একে অপরকে হঠাৎ করে চুরি করে না বরং এটি কেবলমাত্র উদারতা ও দয়া দ্বারা করা যেতে পারে যা আমরা আমাদের চারপাশের মানুষের উপর প্রভাব ফেলতে পারি। [আপনি যদি দেখেন যে আপনার মধ্যে একজন পড়ে গেছে, তাকে সংশোধন করুন, তার জন্য প্রার্থনা করুন এবং তার বিরুদ্ধে শয়তানকে অপমান বা ঠাট্টা করে তার সাহায্য করবেন না- উমর ইবনে আল খাত্তাব]
কিন্তু আমরা তা করার আগেই আমাদের অবশ্যই ইসলামকে উদাহরণস্বরূপ মনে রাখতে হবে এবং এটি আমাদের জ্ঞান এবং আমাদের অন্তরে, কর্ম, উদ্দেশ্য এবং আচরণে নিজেদেরকে বোঝা উচিত এবং তারপর বোঝার ক্ষেত্রে ধর্মের মূলনীতিগুলির অভাবের অভাবের জন্য এটি ব্যবহার করা উচিত। এবং বিনয়। এবং মনে রাখবেন যে যখন আপনি আপনার যাত্রা শুরু করবেন বা তাঁর আদেশে আপনার স্থল খুঁজে পাবেন - আপনি অন্যের মুখোমুখি, প্রতিরোধ, উপহাস বা অস্বস্তি নিয়ে যাচ্ছেন এবং কখনও কখনও এটি এমন লোকেদের কাছ থেকে আসতে পারে যাদের আপনি ভালবাসেন এবং আপনার নিকটতম। কখনও কখনও এটির কারণেই হতে পারে যে আপনি আগে কীভাবে অভিনয় করেছেন বা আপনার সমস্ত জীবন সম্পাদন করেছেন, কিন্তু এটি আপনাকে নিরুৎসাহিত করবেন না অথবা আল্লাহ্র রহমত ও পথনির্দেশের আশায় হেরে যাবেন না- কারণ তিনি হাদীস (নির্দেশিকা)। আপনার পূর্ববর্তী কর্মগুলি আপনাকে অনুতপ্ত হতে বাধা দেয় না, তিনি জানেন যে তিনি আল-গাফার (বার বার ক্ষমাশীল)। প্রকৃতপক্ষে, আল্লাহ তাদের প্রতি অনুতাপ করেন যারা তওবা করে তাঁর দিকে ফিরে যায় এবং যারা নিজেদেরকে পবিত্র করে। [কুরআন, ২২২২]। রায়, উপহাস, অপব্যবহার, শব্দ বা জনগণের ভয়কে আপনার উপর ছেড়ে দিতে বা আপনাকে সম্পূর্ণরূপে নিজেকে প্রকাশ করতে বাধা দিতে না দেয়, মনে রাখবেন তিনি আল-ওয়ালী সাহায্যকারী। আগামীকালের উদ্বেগ আপনার জীবনকে পুনরুত্থানের পথে নিয়ে আসবেন না, কারণ তিনি আরা রাযজাক (সরবরাহকারী)।
এটি একটি কঠিন, জটিল এবং কখনও কখনও একটি অবিশ্বাস্য একাকী একাকী পথ হতে পারে, বিশেষ করে আজকের সময়ের মধ্যে কিন্তু মনে রাখবেন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "মানুষের উপর এমন সময় আসবে যখন ধর্মের উপরে অধিষ্ঠিত হলে গরম কয়লার উপরে রাখা হবে।" আল্লাহ আমাদের নৌকাটি তার উপকূলে খুঁজে পেতে এবং সত্য ও প্রতারণার মধ্যে পার্থক্য করতে আমাদের সাহায্য করতে পারে। আল্লাহ আমাদেরকে আমাদের ইমামের মধ্যে শক্তি দান করেন এবং আমাদেরকে তাঁর স্মরণে নিয়োজিত করেন এবং আমাদের হৃদয়কে দৃঢ় করেন এবং আমাদের দৃঢ় থাকতে সাহায্য করেন। আল্লাহ আমাদেরকে তাঁর জ্ঞান সম্পর্কে আরও ভালভাবে বোঝাবেন এবং আমাদেরকে পৃথক স্তরে সন্দেহ ও ত্রুটি দূর করতে এবং একে অপরকে নির্দেশনা দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা প্রদর্শন করতে পারবেন। আল্লাহ আমাদের হৃদয়কে ভণ্ডামি, অহংকার ও অজ্ঞানতা থেকে পরিষ্কার করুন এবং আমাদের উদ্দেশ্যগুলি সংশোধন করুন এবং বক্তৃতা ও আমাদের কাজের মধ্যে আমাদের আন্তরিকতা দান করুন। আমীন - জাইরা ওয়াসিম

বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে বিশ্বজয়ী হাফেজকে সংবর্ধনা

 বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগীতায় ৬২ টি দেশের প্রতিযোগিদের মধ্যে ১ম স্থান অর্জনকারী, বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকি ও তার উস্তায মারকাজুত-তাহফিজ ইন্টাঃ মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ ক্বারী শায়েখ নেছার আহমদ আন নাছিরী কে সংবর্ধনা প্রদান সম্পন্ন।এই সময় পরিষদের পরিচালক হাফেজ জাকিরসহ অন্যান্য দায়ীত্বশীলরা উপস্থিত ছিলেন।

Thursday 27 June 2019

পোনা মাছের পরিচর্যায় স্বয়ং ইউএনও

হালদার পোনা মাছের পরিচর্যা করছেন হাটহাজারী ইউএনও রুহুল অামিন নিজেই।তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাস তুলে ধরা হলোঃ

প্রথম ছবিতে গত ২৬/৫/১৯ খ্রি. তারিখে হালদার ডিম ফোটানোর জন্য হ্যাচারিতে রাখা হয়।
পরের ছবিগুলোতে আজ ২৬/৬/১৯ খ্রি. তারিখে সেই রেনু থেকে উৎপাদিত পোনার সাইজ পর্যবেক্ষণ ।অবাক করা বিষয় হলো হালদার ডিম থেকে উৎপাদিত পোনার বৃদ্ধির হার সাধারণ পোনার কয়েক গুন।
২.
উপজেলা প্রশাসন হালদায় মা মাছের মজুদ বৃদ্ধির জন্য হালদার ডিম থেক উৎপাদিত পোনা হালদায় অবমুক্ত করবে।এজন্য রেনু থেকে উৎপাদিত পোনা নার্সারি পুকুরে পরিচর্যা করছে।বিশেষজ্ঞদের মতে তিন মাস বয়সী পোনা হালদায় অবমুক্ত করা উচিত। তাই পরিচর্যা চলছে।আগামী আগস্টে অবমুক্ত করা হবে।
©উপজেলা প্রশাসন,হাটহাজারী।

অশ্লীলতামুক্ত অনলাইন জগৎ তৈরীতে এলো সালাম ওয়েভ ব্রাউজার

মুসলিম উম্মাহকে অশ্লীলতার হাত থেকে বাঁচাতে মালেশিয়া ভিত্তিক salam web নিয়ে এলো সালাম ওয়েভ ব্রাউজার।এই ব্রাউজার সম্পূর্ণ শরীয়াহবিধি মোতাবেক পরিচালিত হবে।

এই ব্রাউজারটি পর্নোগ্রাফি ও অশ্লীলতা থেকে ব্রাউজারদের মুক্ত রাখবে।ইতিমধ্যে এই ব্রাউজারটির উইনডোজ,ম্যাক ও অ্যান্ড্রোয়েড ভার্সন রিলিজ হয়েছে।এছাড়া মালেশিয়া ভিত্তিক এই অাইটি প্রতিষ্ঠানটির অারো কিছু প্রডাক্টও অাছে।এই ব্রাউজারটি বিভিন্ন ভাষাভাষীরা ব্যবহার করতে পারবে। 
https://salamweb.com/bn/    

Wednesday 26 June 2019

মুসলমানদের অাবেগ নিয়ে খেলেছে নুসরাত

সদ্য নির্বাচিত ভারতীয় সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান মুসলমানদের অাবেগ নিয়ে খেলা করেছে।

নির্বাচনের সময় সে এক অাল্লাহই বিশ্বাসী বললেও বিয়ের সময় এক হিন্দু ব্যবসায়ীকে বিয়ে করার জন্য সে মুসলিম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়ার বিষয়টি নির্বাচনের সময় গোপন রেখেছে সে! দেখা যায় লোকসভার শপথ অনুষ্ঠান একজন হিন্দু বধু সাঁজে সে লোকসভায় প্রবেশ করে। বলা হচ্ছে শুধুমাত্র মুসলমানদের ভোট পাওয়ার জন্য নিজে ধর্মান্তরিত হওয়ার বিষয়টি গোপন রেখেছিল সে।

স্ত্রীর সামনে স্বামীকে কোপালেন সাবেক স্বামী

বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে শাহ নেয়াজ রিফাত শরীফ নামের এক যুবককে  কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত রিফাতের স্ত্রী স্বামীকে বাঁচানোর চেষ্টা করলেও  আধাঘন্টা ধরে আশেপাশের মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখেছে! এটাই বোধকরি আমাদের মানবতার লেভেল!

Monday 24 June 2019

সাকিব জাদুতে বাংলাদেশের জয়!

বেটিং এ ভালভাবে জ্বলে উঠতে না পারা বাংলাদেশের অাফগানদের ২৬৩ রানের লক্ষ্য দিয়ে সাকিব জাদুতে জয় ছিনিয়ে অানে বাংলাদেশ।এই বিশ্বকাপে সাকিব যেন এক অাতংকের নাম।

তিনি রীতিমতো বেটে বলে জাদু দেখিয়ে যাচ্ছেন।অাজকের ম্যাচে ১০ ওভার বল করে সাকিব ০৫ উইকেট ছিনিয়ে নেয়,বাঘের থাবা মারার মত।অার রান দিয়েছেন মোট ২৯ রান।সাকিবের বলিং জাদুতে ২০০ রানে থমকে যায় অাফগানরা।   

Saturday 22 June 2019

পেরুকে ০৫ গোলে হারালো ব্রাজিল

কোপা মিশনে ৫-০ গোলে জয় নিশ্চিত করল ব্রাজিল।পেরুকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমির টিকিট নিশ্চিত  করল স্বাগতিক ব্রাজিল।প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে ব্রাজিল।দ্বিতীয়ার্ধেও শত চেষ্টা করেও ব্রাজিলের জালে গোল ঢুকাতে ব্যর্থ হয় পেরু।
ব্রাজিলের যারা গোলের দেখা পেয়েছেন ঃ
কেসিমিরো-১
কতিনহো-১
এভারটন-১
আলভেজ-১
উইলিয়ান-১

Friday 21 June 2019

মুমিনুল হক চৌধুরীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অান্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য,চট্টগ্রাম-১৫ অাসনের অাওয়ামীলীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য অাবু রেজা নদভীর শশুর,   চট্রলার অহংকার মুমিনুল হক চৌধুরী অাজ রাত ৩.৩০ মিনিটে অান্তর্জাতিক মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।জামায়াতের এই বর্ষীয়ান নেতার বিয়োগে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।   

Thursday 20 June 2019

মা কে বাসায় ঢুকতে দেয়নি তুরিন

অান্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এর রাষ্ট্র পক্ষের প্রসিকিউটর ব্যারিষ্টার তুরিন অাফরোজ তার মাকে বাসায় ঢুকতে দেয়নি।

কারণ,তুরিন নিয়মিত অপরিচিত পুরুষদের বাসায় নিয়ে অাসত।এইধরণের অনৈতিক কাজে বাঁধা দেওয়ায় নিজের মাকে ঘরে ঢুকতে দেয়নি তুরিন অাফরোজ। 

হিন্দু ছেলের সাথে নায়িকা নুসরাতের বিয়ে!

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও কলকাতা থেকে নির্বাচিত সংসদ সদস্য নুসরাত  জাহান এর বাগদান সম্পন্ন হয়েছে,তুরস্কের ইস্তাম্বুল শহরে।

  জানা গেছে নুসরাতের সেই রাজকুমার নিখিল জৈন নামের এক ভদ্রলোক।যিনি কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী।নিখিল জৈন একজন হিন্দু ধর্মাবলম্বী বলেও জানা গেছে। 

Wednesday 19 June 2019

রহমের বৃষ্টি-ইসলামী সংগীত লিরিক্স

একটি দেশে অনেক রকম মানুষ থাকে ভাই ফর্সা কালো, পাতলু মটু, গোমড়া হাসি, বোকা পটু হরেক রকম মানুষ নিয়ে গল্প বলে যাই... কেউ বা দেখ মসজিদে যায়, কেউ বা ঠাকুর ঘরে গির্জা মঠে, বা প্যাগোডায়- আপন প্রভু স্মরে- কেউ বা বলে নেই খোদা নেই, সব আপনি সৃষ্টি আমরা বলি তবে কে ভাই ঢালে রহমের বৃষ্টি? মানছে না তো অনেকেই তাকে তবুও বাঁচান যিনি সকল প্রাণে অক্সিজেন আর রিজিক বিলান যিনি তিনি মোদের মালিক সোবহান আল্লাহ্‌ নামেই চিনি কেউ বা দেখ মসজিদে যায়, কেউ বা ঠাকুর ঘরে গির্জা মঠে, বা প্যাগোডায়- আপন প্রভু স্মরে- কেউ বা বলে নেই খোদা নেই, সব আপনি সৃষ্টি আমরা বলি তবে কে ভাই ঢালে রহমের বৃষ্টি? আনন্দে আর সুখের দিনে দয়াল হয়ে থাকেন যিনি বিপদ আপদ মুসিবতে রহম করেন যিনি তিনি মোদের মালিক সোবহান আল্লাহ্‌ নামেই চিনি কেউ বা দেখ মসজিদে যায়, কেউ বা ঠাকুর ঘরে গির্জা মঠে, বা প্যাগোডায়- আপন প্রভু স্মরে- কেউ বা বলে নেই খোদা নেই, সব আপনি সৃষ্টি আমরা বলি তবে কে ভাই ঢালে রহমের বৃষ্টি?

Tuesday 18 June 2019

মুরসির স্মরণে জাতীয় মুফাস্সির পরিষদের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয় মোফাসসির পরিষদের পক্ষ থেকে ডঃহাফেজ মুরসি রহঃ স্মরনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেনঃ-
কেন্দ্রীয় সভাপতিঃমুহাদ্দিস আমীরুল ইসলাম বেলালী।
কেন্দ্রীয় সহ-সভাপতিঃঅধ্যক্ষ মাওলানা এইচ এম শহিদুল ইসলাম।
ও ডঃমুফতি আবুল কালাম আজাদ বাশার।
মুহাদ্দিস  মাহমুদুল হাসান।
মাওলানা রহুল আমীন।
মাওলানা আব্দুল মান্নান আনসারী,ঢাকা বিভাগ সভাপতি।
মাওলানা আবুল কালাম আযাদ।
প্রিয় শিল্পী মসিউর রহমান।
সহ অন্যান্য নেত্রী বৃন্দ।
আল্লাহ তায়ালা মুরসি রহঃ কে জান্নাতের আলা মাক্কাম দান করেন।

ড. মুহাম্মদ মুরসির ইন্তেকালের পর তাঁর সম্মানিতা স্ত্রীর বক্তব্য: (টুইটার থেকে নেয়া)

গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মুরসি (র.) আল্লাহর নির্দেশে তাঁর জিম্মায় চলে গেছেন!
তিনি এমন অবস্থায় আল্লাহর নিকট চলে গেলেন, যখন তিনি ছিলেন আল্লাহর দ্বীনের একজন সাহায্যকারী, শাহাদাতের প্রত্যাশী এবং জুলুমের বিরুদ্ধে সোচ্চার এক প্রতিবাদী ব্যক্তিত্ব।

তিনি এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন, যখন তিনি ছিলেন তাঁর জাতির জন্য একজন সাহায্যকারী। অথচ তাঁর জাতির অনেকেই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
তিনি এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন, যখন তিনি ছিলেন একজন সত্যের পতাকাবাহী, সত্যের ব্যাপারে অগ্রগামি কিন্তু কখনোই পশ্চাদগামী ছিলেন না।
তিনি এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন, যখন তিনি কোন ধরনের অসত্যের পদলেহন না করে ক্লান্তিহীন নিরলসভাবে ছয়টি বছর সত্যের ঝাণ্ডা উড্ডীন করে রেখেছিলেন।
তিনি এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন, যখন তিনি ছিলেন একজন মহান মর্যাদার অধিকারী ব্যক্তিত্ব।
আল্লাহ তাঁকে ভালোবেসে যুগের এই নিফাকী খিয়ানত এবং হীনতা থেকে মুক্ত করে তাঁর কাছে উঠিয়ে নিয়েছেন।
আল্লাহ তাঁকে এমনভাবে উঠিয়ে নিয়েছেন, যেন তিনি আমাদের নবী সাইয়্যেদিনা ইয়াহইয়া ও ঈসা (আ.) এর দৃষ্টান্তের ন্যায় এ যুগের দৃষ্টান্ত হতে পারেন। যেমন দৃষ্টান্ত হয়ে আছেন আসহাবুল উখদুদ ও হাবিবে নাজ্জার।
দাওয়াতী কর্ম ও আমানতের দায়িত্ব পালনের পর আল্লাহ তায়ালা তাঁকে তাঁর সর্বোত্তম সাথীর (আল্লাহর) নিকট সুমহান জান্নাতুল ফিরদৌসে উঠিয়ে নিয়েছেন।
হে বিশ্বাস ঘাতকের সহচররা, তোমরা সুসংবাদ গ্রহণ করো ! অচিরেই তোমাদেরকে এমন এক বিভীষিকা গ্রাস করবে যা থেকে তোমরা মুক্ত হতে পারবেনা।
অচিরেই আপতিত হবে তোমাদের উপর ভয়ংকর এক আযাব।
তোমরা আরও সুসংবাদ(!) গ্রহণ করো যে, কিয়ামত পর্যন্ত যত প্রজন্ম পৃথিবীতে আসবে তাদের মধ্যে যারা শিক্ষা গ্রহণ করতে চায় এমন প্রত্যেকের জন্য তোমরা এক শিক্ষা (নিকৃষ্ট দৃষ্টান্ত) হয়ে থাকবে।
হে শহীদ! আপনি আজ জান্নাত পানে...
(আপনার রবের সাথে) কত উত্তম ব্যবসা-ই না আপনি করেছেন,
হে শহীদ...

Monday 17 June 2019

রেকড় গড়ল বাংলাদেশ!

বিশ্বকাপ আসরে ওয়েস্ট ইন্ডিজ কে হারিয়ে রেকড় গড়্ল বাংলাদেশ।

উইন্ডিজদের দেওয়া ৩২২ রানের টার্গেট ভাংতে গিয়ে ৭ উইকেট ও ৫৭ বল রেখে জিতল বাংলাদেশ।যা বিশ্বকাপে বাংলাদেশ কে পৃথিবীর কাছে নতুন করে পরিচয় করিয়ে দেয় বাংলাদেশকে।এরি মাধ্যমে বিশ্বকাপে নিজেদের কে ৫ম স্থানে নিয়ে আসে টাইগাররা।এমনকি বিশ্বকাপের সর্বোচ্চ রানও নিজেদের করে নিলো টাইগাররা।আসরে ৩৮৪ রান করে সর্বোচ্চ রানকারী হিসেবে স্থান করে নিয়েছেন সাকিব।

সাংবাদিক এফ এম সুমন বাংলাদেশ নদী রক্ষা কমিটি "নোঙর'' এর কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত

প্রেস বিজ্ঞপ্তি:
চট্রগ্রাম বিভাগের কক্সবাজার জেলার পেকুয়ার ভোলাখাল, মাতামুহূরী নদী ও পরিবেশ সুরক্ষার অতন্দ্র প্রহরী তরুণ সাংবাদিক এফ এম সুমনকে নোঙর এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে । তাকে অভিনন্দন জানিয়েছেন নোঙর এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন শামস। নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর সারা দেশজুড়ে নদী ও পরিবেশ সুরক্ষায় নদী যোদ্ধাদের নিয়ে ইতিমধ্যেই জেলা কমিটি গঠন শুরু করেছে। কেন্দ্র থেকে বিভাগীয় পর্যায়ে এই কমিটি গঠন প্রক্রিয়া অব্যাহত থাকবে। ১. ঢাকা ২. খুলনা ৩. চট্রগ্রাম ৪. রাজশাহী ৫. বরিশাল ৬. সিলেট ৭. রংপুর ৮. ময়মনসিংহ। নদীমাতৃক দেশের নদী ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসুন নোঙর এর পতাকা তলে একতাবদ্ধ হোন। উল্লেখ্য যে, সাংবাদিক এফ এম সুমন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে জন্ম গ্রহন করেন তিনি বর্তমানে চট্টগ্রামের আঞ্চলিক টিভি চ্যানেল সিপ্লাস টিভি, সময়ে কন্ঠস্বর ও দৈনিক আজকে দেশবিদেশে কর্মরত আছেন। তার পাশাপাশি তিনি নদী ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন । সুত্র: নোঙ্গর নিউজ।

প্রেসিডেন্ট মুরসি আর নেই!

মিশরের সাবেক প্রেসিডেন্ট ও বিশ্ব ইসলামী সিপাহ সালার এক অগ্র সৈনিক মুরসি সকল ইসলামী আন্দোলনের কর্মীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন।

আদালতে শুনানি চলাকালীন সময়ে ৬৭ বছরের এই ব্যক্তিটি ইন্তেকাল করেন।দীর্ঘদিন জালিমের অন্ধকার প্রকোষ্টে বন্ধী ছিলেন তিনি।তার মত একজন নেতার ঘাটতি নিঃসন্দেহে অপূরনীয়।তিনি একাধারে একজন হাফেজ ও সুবক্তাও ছিলেন।যার একমাত্র অপরাধ ছিল ইসলামী হুকুমত কায়েম করা।

Tuesday 11 June 2019

বিশ্ব জয়ে বাংলাদেশ!

দুবাই হলি কোরআন ইন্টারন্যাশনাল এওয়ার্ড প্রতিযোগিতার ২৪ তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে রাজধানীর মিরপুরস্থ প্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ।

প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ৪০০ জনকে হারিয়ে,
হাফেজ নাজমুস সাকিব, হাফেজ তরিকুলের ন্যায় হাফেজ মুয়াজ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বরাবরের মতই।

ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যে উত্তাল সংসদ

বিএনপি থেকে সংরক্ষিত মহিলা অাসনে সংসদে গিয়ে উষ্ণতা ছড়াল,বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি অবিলম্বে সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব জানালে হই হুল্লোই মেতে উঠে অাওয়ামীপন্থী সংসদ সদস্যরা।এবং তিনি খালেদা জিয়া মুক্তি দাবীও তুলেন সংসদে।এই সময় সংসদ স্পিকার শিরিন শারমিন চৌধুরী অাওয়ামী সংসদ সদস্যদের হই হোল্লো থামাতে বললেও তার কথায় কেউ কান দেয় নি।উষ্ণতার একপর্যায়ে  মাইকের সংযোগ বিছিন্ন করে দেওয়া হলেও তারপরও রুমিন তার বক্তব্য চালিয়ে যান।     

এডভোকেট দীপিকা সিং এর সফলতা!

হাস্যোজ্জল এই নারী এডভোকেট দিপীকা সিং। ভারতের কাটুয়া নামক স্থানে আসিফা নামের যে ছোট্ট মেয়েটি কিছু অমানুষদের কাছে গণ নির্যাতনের শিকার হয়ে সম্ভ্রম হারিয়ে ছিলো সেই মামলায় তিনি ভিকটিম পক্ষে উকিল হয়েছিলেন। আসামীদের সাজা পাইয়ে বিজয়ের হাসি হেসেছেন।


১৩ মাস ধরে অনবরত খুনের হুমকিকেও তোয়াক্কা করেননি। লড়ে গেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায়। আইনের আওতায় এনে আসামীদের সাজা পাইয়েছেন। মজার ব্যাপার হলো অভিযুক্তরা ছিলো পুলিশ বাহিনীর সদস্য। পাঠানকোটের বিশেষ আদালত এদের সাজা প্রদান করে।

আমাদের দেশেও আইনের শাসন প্রতিষ্ঠায় এমন আইনজীবীদের খুব দরকার। যেন প্রতিটি ভিকটিম ন্যায় বিচার পায়। কুলাঙ্গারদের কঠিন শাস্তি হয়। সমাজে যেন দৃষ্টান্ত স্থাপন হয়। অসহায়, নির্যাতিত নিপিড়ীত মানুষেরা আদালতের প্রতি ভরসা পায়। সাহস করে উঠে দাঁড়ায় সকল অবিচারের বিরুদ্ধে।

Not a

Sunday 2 June 2019

নারী নেতৃত্ব সম্পর্কে ইসলাম!

নারী-পুরুষ একসাথে কাজ করার সুযোগ সর্বপ্রথম করে দিয়েছিল ফিরাউন!
অার এর সুবাদে যে জারজ সন্তানগুলো জন্ম নিয়েছিল সেগুলোকে ফিরাউন তার সেনাবাহিনীতে নিয়োগ করে!

★★নারীরা কি নেতৃত্ব দিতে পারবে?
এই বিষয়ে কুরঅান যা বলেঃ

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ

‘পুরুষরা নারীদের উপর ‘কাউআম’ (অভিভাবক, কর্তা)। এটা এজন্য যে, আল্লাহ তাআলা কতককে কতকের উপর ফজীলত দান করেছেন’। [সূরা নিসা ৩৪]

★★নারীদের কাজ কি হবে?
হাদীসের বর্ণনা অনুযায়ীঃ

المراة راعية على اهل بيت زوجها و ولده و هى مسئلة عنهم

‘একজন নারী হল তার স্বামীর ‘গৃহবাসী ও তার সন্তান-সন্ততির’ রক্ষনাবেক্ষনকারী। (এটাই তার জিম্মাদারী ও দায়িত্ব)। সে তাদের ব্যপারে জিজ্ঞাসীত হবে।’ [সহীহ বুখারী, হাদীস ৭১৩৮, ৮৯৩]

নারীদের যদি নেতৃত্ব দেওয়ার ইসলামে অনুমতি থাকত তাহলে,নারীদের ইমামতি করারও অনুমতি থাকত।

খোলাফায়ে রাশেদার যুগের কথা যদি অামরা চিন্তা করি ঐ সময়ে মহিলাদের মধ্য থেকে কেউ যদি অামীর হওয়ার সুযোগ থাকত হযরত অায়েশা (রাঃ) অামীর হতেন,তার স্মৃতি শক্তি,মেধা ও বিচক্ষণতা প্রখর ছিল।কিন্তু ইসলাম নারী নেতৃত্ব সমর্থন করে না।এককথায় না জায়েজ!

★★ যারা নারী নেতৃত্ব মেনে নিবে,তার কুফলঃ

لن يفلح قوم ولوا امرهم امراة –
‘ওই জাতি কখনই সফলতা অর্জন করতে পারবে না, যে জাতি তাদের বিষয়গুলোকে কোনো নারীর দায়িত্বে সোর্পদ করে দেয়’। [সহীহ বুখারী, হাদীস ৪৪২৫, ৭০৯৯]

অাল্লাহ অামাদেরকে সঠিক বুঝ দান করুক।অামিন।